ম্যাগি ভেজিটেবিল পনির লাজানিয়া(Maggi vegetables paneer Lasagna recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

#MaggiMagiclnMinutes
#Collab
ম্যাগি মানেই মেতে ওঠা ছোটো একটা পার্টি ,
ম্যাগি মানেই হৈ হুল্লোড় জমিয়ে আড্ডা মারা।
ম্যাগি মানেই জমিয়ে খেলা ক্যারাম পেটানো মজা,
ম্যাগি মানেই মেতে ওঠা মোহনবাগানের গোল।
ম্যাগি মানেই গল্প সোনা রুপ কথার সেই পড়ি,
ম্যাগি মানেই টগবগিয়ে চল্লো রাজশ্রী।

ম্যাগি ভেজিটেবিল পনির লাজানিয়া(Maggi vegetables paneer Lasagna recipe in Bengali)

#MaggiMagiclnMinutes
#Collab
ম্যাগি মানেই মেতে ওঠা ছোটো একটা পার্টি ,
ম্যাগি মানেই হৈ হুল্লোড় জমিয়ে আড্ডা মারা।
ম্যাগি মানেই জমিয়ে খেলা ক্যারাম পেটানো মজা,
ম্যাগি মানেই মেতে ওঠা মোহনবাগানের গোল।
ম্যাগি মানেই গল্প সোনা রুপ কথার সেই পড়ি,
ম্যাগি মানেই টগবগিয়ে চল্লো রাজশ্রী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 -35 মিনিট
2 জনের জন্য
  1. 2 প্যাকেটম্যাগি
  2. 1/2 কাপম্যাগি টমেটো কেচাপ
  3. হোয়াইট সস বানাতে যা লাগবে 👇
  4. 1টেবিল চামচ ময়দা
  5. 2টেবিল চামচ মাখন
  6. 1.5 কাপদুধ
  7. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  8. 1/2 চা চামচঅরিগ্যানো
  9. স্বাদ মতনুন
  10. রেড সস বানাতে যা লাগবে👇
  11. 1 কাপম্যাগি টমেটো সস
  12. 1 টাপিঁয়াজ কুচি
  13. 6-7 টারসুন কুচি
  14. 1/2 চা চামচঅরিগ্যানো
  15. 1/2 চা চামচপ্যাপরিকা পাউডার
  16. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  17. 1টেবিল চামচ তেল
  18. স্বাদ মতনুন
  19. ইচ্ছা মতো ভেজিটেবিল ভাজার জন্য লাগবে👇
  20. 1/2 কাপসবুজ ক্যাপ্সিকাম
  21. 1 টাটমেটো🍅 কাটা
  22. 1/3 কাপহলুদ বেল পেপার
  23. 100 গ্রামপনির ছোট কিউব করে কাটা
  24. 1/4 চা চামচনুন
  25. 1/2 চা চামচঅরিগ্যানো
  26. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  27. প্রয়োজন অনুযায়ী চীজ
  28. 1টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

30 -35 মিনিট
  1. 1

    সব উপকরণ একসাথে করে নিলাম।

  2. 2

    প্রথমে একটা সস বানিয়ে নেবো, প্রথমে সাদা তেলে রসুন কুচি দিয়ে নেড়ে নেবো 30" সেকেন্ড তারপর পিঁয়াজ কুচি দিয়ে নেড়ে সচ্ছ হয়ে এলে টমেটো সস দিয়ে

  3. 3

    অরিগেনো, চিলি ফ্লেক্স, পেপরিকা পাউডার, নুন

  4. 4

    ম্যাগি মশলা দিয়ে অল্প জল দিয়ে নেড়ে একটু ফুটিয়ে থকথকে করে নেবো

  5. 5

    এবার হোয়াইট সস বানিয়ে নেবো কড়াইতে মাখন দিয়ে তাতে ময়দা দিয়ে নেড়ে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর অরিগেনো দিলাম

  6. 6

    গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে বাটিতে ঢেলে দিলাম।

  7. 7

    এবার তৃতীয় ধাপে কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিয়ে নেড়ে সব্জি গুলো দিয়ে হাই ফ্লেমে স্টার ফ্রাই করে পনির গুলো দিয়ে মিশিয়ে

  8. 8

    ম্যাগি মশলা, অরিগেনো, চিলি ফ্লেক্স

  9. 9

    গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে নেড়ে তৈরি করে নিলাম।

  10. 10

    সব রেডি করে নিলাম এবার সাজানো পালা, প্রথমে লাল সস দিলাম, তারপর না ভেঙে অল্প জলে বড় পাত্রে সিদ্ধ করে নিলাম ম্যাগিটা কে চাদরের মতো বিছিয়ে দিলাম

  11. 11

    লাল সসের উপর পুরোটাই ম্যাগি দিয়ে ঢেকে দিলাম,তারপর হোয়াইট সস দিলাম

  12. 12

    তারপর ভেজিটেবল গুলো দিয়ে ছড়িয়ে আবারও লাল সস্ দিলাম, হোয়াইট সস দিলাম।

  13. 13

    ভেজিটেবিল ছড়িয়ে দিয়ে তার উপড়ে চিজ্ দিয়ে ভর্তি করে দেবো

  14. 14

    ভালো করে চিজ্ দিয়ে উপর থেকে একটু লাল সস দিয়ে ড্রপ করে দিলাম সুন্দর লাগার জন্য।

  15. 15

    এবার প্রিহিট করে মাইক্রোওভেন বেকিং করে নিলাম 3-4 মিনিট।

  16. 16

    গরম গরম কেটে পরিবেশ করলাম, রাতে ডিনার হিসাবে অসাধারণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

Similar Recipes