পাস্তা(pasta recipe in bengali)

Monisha Chatterjee
Monisha Chatterjee @m75518

পাস্তা(pasta recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০:০০
১জন
  1. ১০০গ্রামপাস্তা
  2. ১ চা চামচ আদা কুচি
  3. ১চা চামচরসুন কুচি
  4. ১ টিপেঁয়াজ কুচি
  5. স্বাদ অনুযায়ীলঙ্কাকুচি
  6. পরিমাণ মতো বাঁধা কপি কুচি
  7. ১/২ গাজর কুচি
  8. ১ টাটমেটো কুচি
  9. ১ চা চামচটমেটো সস
  10. ১ চা চামচসোয়া সস
  11. স্বাদমতোচিলি সস
  12. স্বাদ মতোনুন
  13. পরিমাণমতোসাদা তেল
  14. ১ টাআলু কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০:০০
  1. 1

    পাস্তা গুলো কে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে যাতে পাস্তার মধ্যে নুন ঢুকতে পারে। তারপর পাস্তা গুলো কে জল দিয়া ধুয়ে নিতে হবে এবং জল ঝরতে দিতে হবে

  2. 2

    এরপর কড়াই এ তেল গরম হয়ে গেলে আদা, রসুন কুচি দিয়ে হাল্কা নেরে নিয়ে কুচি কুচি করে কেটে রাখা সব্জি গুলো দিয়ে হাল্কা ভেজে নিতে হবে, আলু কুচিটা ভালো করে ভাজতে হবে

  3. 3

    তারপর পাস্তা গুলো দিয়ে পরিমান মত লবণ দিয়ে নাড়তে হবে।

  4. 4

    এরপর টমেটো সস, চিলি সস ও সোয়া সস দিয়ে ভালো করে নেড়ে নিলেই রেডী পাস্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Monisha Chatterjee

Similar Recipes