আদা দিয়ে দুধ চা(ada diye dudh chaa recipe in Bengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253


আদা চা আমাদের অত্যন্ত প্রিয় একটি ড্রিংক। এটি আমাদের ইমিউনিটি পাওয়ার ও এনার্জি দুটোই বাড়িয়ে দেয়।

আদা দিয়ে দুধ চা(ada diye dudh chaa recipe in Bengali)


আদা চা আমাদের অত্যন্ত প্রিয় একটি ড্রিংক। এটি আমাদের ইমিউনিটি পাওয়ার ও এনার্জি দুটোই বাড়িয়ে দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ মিনিট
১ জন
  1. ১/৩ কাপ মাদার ডেয়ারি দুধ
  2. ১/২ কাপ জল
  3. ১ চা চামচ দানা চা
  4. ১/২ চা চামচ পাতা চা
  5. ১/২ ইঞ্চি আদা
  6. ১/২ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৫ মিনিট
  1. 1

    সবার প্রথমে একটি পাত্রে দুধ ও জল একসাথে মিশিয়ে গ্যাস ওভেনে ফুটতে দিতে হবে। আমি মাদার ডেয়ারি দুধ আগে থেকেই জ্বাল দিয়ে রেখেছিলাম।

  2. 2

    দুধ ফুটে উঠলে গ্যাস ওভেন লো ফ্লেমে রেখে, এর মধ্যে ১/২ চামচ চিনি দিয়ে, ১ চামচ দানা চা ও ১/২ চামচ পাতা চা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে।

  3. 3

    আদা ভীষণ ভালো করে থেঁতো করে নিতে হবে।চায়ে সুন্দর কালার চলে এলে, এর মধ্যে থেঁতো করা আদা দিয়ে একটু ফুটে উঠলে গ্যাস ওভেন নিভিয়ে ১ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবার চা ছেঁকে সুন্দর করে পরিবেশন করুন বিস্কিটের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

Similar Recipes