আদা দিয়ে দুধ চা

Tandra Nath
Tandra Nath @k4_t

#cookpad bangla
বর্ষার সময় ভিজে ফিরে এক কাপ আদা চা।
ভীষণ শীতে আদা দেওয়া এক কাপ গরম চা আহা সকলেই বলবেন, """ওহে আদা চা,আমি তোমাকেই চাই।""""মাথা ধরায় তোমাকেই চাই .আদা চা।
গভীর চিন্তায় তোমাকেই চাই,ইইইইই।

আদা দিয়ে দুধ চা

#cookpad bangla
বর্ষার সময় ভিজে ফিরে এক কাপ আদা চা।
ভীষণ শীতে আদা দেওয়া এক কাপ গরম চা আহা সকলেই বলবেন, """ওহে আদা চা,আমি তোমাকেই চাই।""""মাথা ধরায় তোমাকেই চাই .আদা চা।
গভীর চিন্তায় তোমাকেই চাই,ইইইইই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৪ জন।
  1. ২ কাপ দুধ মাদার ডেযারি দুধ
  2. ৩ কাপ জল
  3. ৪ চা চামচ চিনি
  4. ২ চা চামচ টাটা চা পাতা
  5. ১ ইঞ্চি আদা (গ্রেট করা)

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    প্রথমে একটা চা তৈরি করার পাত্রে ৩ কাপ জল আর ২ কাপ মাদার ডে যারি দুধ নিয়ে গ্যাসে বসিয়ে খুব ভালো করে ফোটাতে হবে।৩ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে।

  2. 2

    এবার তাতে গ্রেড করে রাখা আদা দিয়ে দিতে হবে,আর ২ মিনিট ফোটাতে হবে।

  3. 3

    এবার চা পাতা আর চিনি দিয়ে গ্যাস টা কমিয়ে রেখে ৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ছেঁকে নিয়ে সুন্দর করে বিস্কুটের সাথে পরিবেশন করতে হবে। আদা চা দারুন লাগবে করে দেখুন বন্ধুরা,......বিশেষ করে বর্ষার দিনে বা শীতের সময়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Top Search in

Similar Recipes