লাইম সোডা (Lime Soda recipe in Bengali))

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#rs
এই গরমে শরীর জুড়াতে ঠাণ্ডা সরবৎ এর জুড়ি মেলা ভার | আমি এখানে রেস্টুরেন্ট এর মত করে রিফ্রেসিং ড্রিংকস হিসাবে লাইম সোডার রেসিপি বেছে নিয়েছি ৷

লাইম সোডা (Lime Soda recipe in Bengali))

#rs
এই গরমে শরীর জুড়াতে ঠাণ্ডা সরবৎ এর জুড়ি মেলা ভার | আমি এখানে রেস্টুরেন্ট এর মত করে রিফ্রেসিং ড্রিংকস হিসাবে লাইম সোডার রেসিপি বেছে নিয়েছি ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫মিনিট
২জন
  1. ১টি সোডার বোতল
  2. ১টি লেবুর রস
  3. ২ চা চামচ সুগার সিরাপ / মধু
  4. ১/২ চা চামচ বিট লবণ
  5. ১ চা চামচ নুন
  6. ৬-৭টি আইস কিউব
  7. ২ স্লাইসলেবু
  8. ২-৩ চা চামচ গুঁড়ো চিনি
  9. ৭-৮টি তুলসী পাতা

রান্নার নির্দেশ সমূহ

৫মিনিট
  1. 1

    প্রথমে আমি কাঁচের গ্লাসের কানায় লেবুঘষে চিনিগুড়ার প্লেটে গড়িয়ে নিয়েছি |

  2. 2

    এরপর ১/২ কাপজল ও ১/২ কাপ চিনি ফুটিয়ে সুগার সিরাপ বানিয়েছি | তারপর সেটা ঠাণ্ডা করে রেখেছি |

  3. 3

    গ্লাসে ১ চা চামচ লেবুর রস,,১/২ চা চামচনুন,১/২ চা চামচ বীট লবণ,৩/৪টা বরফ কিউব,২চা চামচ সুগার সিরাপ ও প্রয়োজনমত সোডা দিয়ে১টা চামচে করে হাল্কা হাতে নেড়ে নিয়েছি ৷

  4. 4

    তারপর গ্লাসটি সাজানোর জন্য, গ্লাসের কানায় লেবুর স্লাইস আঁটকে,কয়েকটা তুলসীপাতা ভাসিয়ে, স্ট্র দিয়ে পরিবেশন করেছি | তৈরী হয়ে গেল গরমে রেস্টুরেন্ট এর মত করে রিফ্রেসিং লাইমসোডা | যা প্রচণ্ড গরমে শরীর শীতল করতে পারে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes