এঁচোড়ের কাটলেট (Enchorer cutlet recipe in Bengali))

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#eb

এঁচোড়ের গতানুগতিক ডালনা আমাদের একঘেঁয়ে লাগে তাই এখানে আমি এঁচোড় দিয়ে একটি মুখরোচক স্ন্যাক্স তৈরী করার চেষ্টা করেছি |ঘরের সাধারণ উপকরণ দিয়েই এটি করা সম্ভব অথচ স্বাদ রেস্টুরেন্টের মতই হয়েছে |

এঁচোড়ের কাটলেট (Enchorer cutlet recipe in Bengali))

#eb

এঁচোড়ের গতানুগতিক ডালনা আমাদের একঘেঁয়ে লাগে তাই এখানে আমি এঁচোড় দিয়ে একটি মুখরোচক স্ন্যাক্স তৈরী করার চেষ্টা করেছি |ঘরের সাধারণ উপকরণ দিয়েই এটি করা সম্ভব অথচ স্বাদ রেস্টুরেন্টের মতই হয়েছে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৫জন
  1. ১)এঁচোড়ের কাটলেট করতে লাগবে ~
  2. ৩০০গ্রাম এঁচোড়
  3. ২টি আলু
  4. ১টি পেঁয়াজ
  5. ৬-৭ কোয়া রসুন
  6. ২ চা চামচ আদা গ্রেট করা
  7. ২ চা চামচ কিসমিস
  8. ২ চা চামচ চীনাবাদাম
  9. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ১ চা চামচ জিরা গুঁড়ো
  11. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ৩-৪টি কাঁচা লঙ্কা কুচি
  13. ২ চা চামচ ধনেপাতা কুচি
  14. ১ চা চামচ ভাজা মশলা
  15. ২টিছোট এলাচ
  16. ১টি লবঙ্গ
  17. ১ টুকরো দারচিনি
  18. ১টি তেজপাতা
  19. ১/২ চা চামচ জিরা
  20. ১ চা চামচ চিনি
  21. ১ চা চামচ জিরা গুঁড়ো
  22. প্রয়োজন মতসর্ষের তেল
  23. স্বাদ মতলবণ
  24. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  25. ২)কাটলেটের ব্যাটার বানাতে লাগবে
  26. ২ চা চামচ কর্ণফ্লাওয়ার
  27. ১/২ কাপ জল
  28. ১/২ চা চামচ নুন
  29. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  30. ৩) কাটলেটের কোটিং করতে লাগছে
  31. ১ কাপ ব্রেডক্রাম্ব
  32. ৪)পরিবেশনের জন্য লাগবে
  33. ৪চা চামচ কাসুন্দি
  34. ৪চা চামচ টমেটো সস
  35. পরিমাণ মত পেঁয়াজের রিং

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে এঁচোড়টুকরো করে নুন হলুদ জলে ৩০মিনিট ভিজিয়ে রাখতে হবে |আলু ধুয়ে টুকরা করে জলও নুন হলুদ সামান্য দিয়ে ১ চা চামচ সঃ তেল দিয়ে প্রেসারে সেদ্ধ করতে হবে ।তেল দিয়ে সেদ্ধ করলে প্রেসার কুকারে কালো দাগ হবেনা ।

  2. 2

    এবার জল ঝরিয়ে এঁচোড়চটকে নিতে হবে | পেঁয়াজ, রসুন আদা দরদড়া করে বেঁটেনিতে হবে ৷কাঁচালংকা,ধনেপাতা কুচি করে রাখতে হবে ৷আলু সেদ্ধ আলাদা ভাবে মেখে রাখতে হবে |

  3. 3

    প্যানে ৩ চা চামচ সঃ তেল গরম করে চিনাবাদাম ভেজে তুলে রাখতে হবে | এবার ঐ তেলে এলাচ লবঙ্গ,দারচিনি থেঁতো করে, জিরা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে প্রথমে রসুনবাঁটা,, পেঁয়াজ ও আদাবাঁটা দিয়ে ভাজতে হবে| এবার তাতে একে একে জিরালংকা, হলুদ, নুন গরম মশলা, চিনি দিয়ে, সেদ্ধ করে চটকে নেওয়া এচোড়টা কষাতে হবে ৷এঁচোড়কষানো হলে আলুটাদিয়ে কষাতে হবে |

  4. 4

    এবার তাতে ভাজা বাদাম, কিসমিস, ভাজা মশলা, আরো একটু গরম মশলা ওসব শেষে কাঁচালংকা ওধনে পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিতে হবে |

  5. 5

    এবার সেটি ঠাণ্ডা করে হাতে সামান্য জলবুলিয়ে কাটলেট আকারে গড়ে নিতে হবে | এবার একটা বাটিতে কনফ্লাওয়ার জলে গুলে নুন, গোলমরিচ গুড়া মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে।

  6. 6

    একটা প্লেটে ব্রেডক্রাম্প ছড়িয়ে রাখতে হবে ৷কাটলেট গুলো ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্র্যাম্প এ গড়িয়ে... এভাবে ২ বার কোট করে কাটলেট গুলি ফ্রিজে ৩০মিনিট সেট করতে দিতে হবে ।

  7. 7

    কাটলেট গুলি সেট হয়ে গেলে
    প্যানে অনেকটা সঃ তেল দিয়ে ডুবো তেলে কাটলেট গুলি দুপিঠ কড়া করে ভেজে নিলেই তৈরী এচোড়ের কাটলেট |পরিবেশন. করার জন্য প্লেটে কাটলেট নিয়ে কাসুন্দি,টমেটো সস ও পেঁয়াজের রিং দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes