সবেদার আইসক্রীম

Paulamy Sarkar Jana
Paulamy Sarkar Jana @cook_psj06
Madhyamgram, Kolkata 129

গরমকালে সবেদা একটি অতি স্বাস্থ্যকর ফল তাই দিয়ে চেষ্টা করলাম আইসক্রিম বানানোর তোমরাও ট্রাই করে দেখ। ভালো লাগবে ।

সবেদার আইসক্রীম

গরমকালে সবেদা একটি অতি স্বাস্থ্যকর ফল তাই দিয়ে চেষ্টা করলাম আইসক্রিম বানানোর তোমরাও ট্রাই করে দেখ। ভালো লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

8 থেকে 10 ঘন্টা
৭ জন
  1. ১ , ১/২ কাপ ছাড়ানো সবেদা
  2. ১/২ কাপ ফ্রেশ ক্রিম
  3. ১/২ কাপ চিনি
  4. ১/৩ কাপ কনডেন্সড মিল্ক
  5. ১টেবিল চামচ কর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

8 থেকে 10 ঘন্টা
  1. 1

    প্রথমে সবেদা গুলো দানা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিতে হবে এবার ভাল করে সবে দার একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে একদম মিহি করে। মিক্সিতে দু মিনিট মতো মিডিয়াম / মাঝারি স্পিডে।

  2. 2

    এবার ওই সবেদর মিশ্রণে ধীরে ধীরে কনডেন্সড মিল্ক,ফ্রেশ ক্রীম,চিনি দিতে হবে ।এখানে মনে রাখতে হবে সবেদা যেহেতু একটা মিষ্টি ফল চিনির পরিমাণ টা আন্দাজ করে দেবেন ।এবার এইগুলো সব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তিন থেকে পাঁচ মিনিট মিক্সি চালাতে হবে মিডিয়াম স্পিডে।

  3. 3

    এবার এই মিশ্রণটিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে আবার দুই থেকে তিন মিনিট মিক্সিটা চালিয়ে নিতে হবে।

  4. 4

    আইসক্রীম বানাতে গেলে মনে রাখতে হবে সবেদা ও সব উপকরণ যেমন কনডেন্সড মিল্ক,ফ্রেস ক্রীম এগুলো যেন সবই ঠান্ডা হয় এবার মিশ্রণ তৈরি করার পর আইসক্রিমের মিশ্রণটি একটা এয়ারটাইট কন্টেইনার / বক্স এর মধ্যে ঢেলে ফ্রিজারে ৮ থেকে ১০ ঘন্টা ফ্রিজ করতে হবে তারপর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে সবেদা আইসক্রীম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Paulamy Sarkar Jana
Madhyamgram, Kolkata 129
ভীষণ ভালোবাসি রান্না করতেন আর খেতেও তার চেয়েও ভালোবাসি সবাইকে খাওয়াতে আর নানা রকম নতুন নতুন রান্না দেখতে এবং শিখতে খুব ভালো লাগে এটাই আমার পড়াশুনার পর দ্বিতীয় ভালোবাসা😁
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes