আলু বড়ি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মধ্যাহ্নভোজন

আলু বড়ি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ

মধ্যাহ্নভোজন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিরিশ মিনিট
তিনজন
  1. ৩ টি ট্যাংরা মাছ
  2. ২ কাপ ফুলকপি পিস করা
  3. স্বাদমতো নুন
  4. 1 কাপআলু লম্বা করে কাটা
  5. ১/২ কাপ বিউলির ডালের বড়ি
  6. 2চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ২ চা চামচ আদা বাটা
  9. 1চা-চামচ জিরেগুঁড়ো
  10. ১/২ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  11. 1চা চামচ পাঁচফোড়ন
  12. 3টেবিল-চামচ তেল
  13. ১ টিটমেটো কুঁচি করা
  14. ১ টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

তিরিশ মিনিট
  1. 1

    মাছ গুলি নুন ও হলুদ গুঁড়ো মেখে ভেজে তুলে রাখতে হবে

  2. 2

    ফুলকপি গুলো ভাপিয়ে নিয়ে হলুদ, নুন দিয়ে ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    কড়াইতে তেল দিয়ে বড়ি গুলো ভেজে তুলে রাখতে হবে

  4. 4

    কড়াইতে আরো একটু তেল দিয়ে তেজপাতা ও পাঁচ ফোড়ন দিতে হবে

  5. 5

    আলুর পিসগুলো দিতে হবে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে নেড়েচেড়ে কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে

  6. 6

    আলু একটু নরম হলে আদা বাটা,জিরেগুঁড়ো, টমেটো কুঁচি দিয়ে নাড়াচাড়া করতে হবে

  7. 7

    ফুলকপি গুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিতে হবে

  8. 8

    ফুটলে মাছগুলো দিতে হবে

  9. 9

    কয়েকটা আলু একটু ভেঙে দিতে হবে

  10. 10

    বড়ি গুলো দিতে হবে, ধনেপাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

Similar Recipes