কিডস স্পেশাল চিজি কাপ ম‍্যাগি 😋(Kids Special Cheesy Cup Maggi)

Chandrima Ranjan
Chandrima Ranjan @cook_21491079

#কিডস স্পেশাল রেসিপি
#priyoranna#sushmita
https://youtu.be/YyNPqDLuS6E
ম‍্যাগি বাচ্চা আর স্টুডেন্টদের জন‍্য আইডল একটা রেসিপি আর যদি চিজ দিয়ে বানানো হয়ে তাহলে তো কোন কথাই নেই। কাপ ম‍্যাগি অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় আর দেখতে এতটাই লোভনিও যে ছোট বড় সবাইকেই খুব আকর্ষণ করে।তাহলে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক।

কিডস স্পেশাল চিজি কাপ ম‍্যাগি 😋(Kids Special Cheesy Cup Maggi)

#কিডস স্পেশাল রেসিপি
#priyoranna#sushmita
https://youtu.be/YyNPqDLuS6E
ম‍্যাগি বাচ্চা আর স্টুডেন্টদের জন‍্য আইডল একটা রেসিপি আর যদি চিজ দিয়ে বানানো হয়ে তাহলে তো কোন কথাই নেই। কাপ ম‍্যাগি অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় আর দেখতে এতটাই লোভনিও যে ছোট বড় সবাইকেই খুব আকর্ষণ করে।তাহলে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন‍্য
  1. ম‍্যাগি ২ টো
  2. মাখন ছোট ২ কিউব/২ টেবিল চামচ
  3. ময়দা ২ টেবিল চামচ
  4. দুধ ১ কাপ
  5. ক‍্যপসিকাম কুঁচি ১ টা
  6. পেঁয়াজ কুঁচি ১ টা
  7. টমেটো কুঁচি ১ টা
  8. কর্ন/ ভুট্টাদানা ½ কাপ
  9. চিলি ফ্লেক্স ½ চা চামচ
  10. ওরিগেনো ½ চা চামচ
  11. গোল মরিচ গুড় ½ চা চামচ
  12. টমেটো সস্
  13. নুন আর চিনি স্বাদ মতো
  14. গ্রেট করা চিজ্ ½ কাপ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা প‍্যানে মাখন নিয়ে মাখনটা গোলে এলে তাতে ২ টেবিল চামচ ময়দা দিয়ে ১ থেকে ২ মিনিট নাড়াচাড়া করে তাতে ১ কাপ দুধ ধিরে ধিরে ঢেলে দিতে হবে। দুধ ঢালার সময় গ‍্যাসের ফ্লেমটা কম রেখে অনবরত একটা হাতা বা খুন্তির সাহায‍্যে ভালো করে মিশ্রণটাকে নাড়তে হবে যাতে ডেলা না পেকে যায়। ২-৩ মিনিট নাড়াচাড়া করে এতে ওরিগেনো,গোল মরিচ,চিলি ফ্লেক্স,স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ফুটিয়ে কুঁচোনো সবজি আর কর্ন দিয়ে ২ মিনিট ফোটালেই আমাদের হোয়াইট সস্ রেডি হয়ে যাবে।

  2. 2

    এবার অন‍্য একটা প‍্যানে ২ কাপ জলে ২ টো ম‍্যাগি দিয়ে ১ মিনিট সেদ্ধ করে তাতে টমেটো সস্,চিলি ফ্লেক্স,২ টো ম‍্যাগি মশলা,স্বাদ মতো নুন আর চিনি মিশিয়ে আরো ১ মিনিট রান্না করে জল শুকিয়ে এলে নামিয়ে নেবো।

  3. 3

    এবার একটা চায়ের কাপ বা কফি মাগ নিয়ে তাতে ২ টেবিল চামচ বানানো ম‍্যাগি দিয়ে তার উপরে ২ টেবিল চামচ বানানো হোয়াইট সস্ ঢেলে তার উপর আবার ম‍্যাগি এইভাবে অলরানেট লেয়ার বানিয়ে কাপ ভর্তি করতে হবে।কাপ ভর্তি হয়ে এলে উপর থেকে গ্রেটেড চিজ ছড়িয়ে কাপটাকে ½ মিনিট মাইক্রআভেনে গরম করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার এই চিজি কাপ ম‍্যাগি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandrima Ranjan
Chandrima Ranjan @cook_21491079

Similar Recipes