চকলেট কাস্টার্ড.......(chocolate custard recipe in Bengali)

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

চকলেট কাস্টার্ড.......(chocolate custard recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 1/2 কাপকাস্টার্ড পাউডার
  2. 1/4 কাপকোকো পাউডার
  3. 3/4 কাপচিনি
  4. 4 কাপদুধ(1 কাপ + 3 কাপ)
  5. 2টেবিল চামচচকলেট সিরাপ
  6. 1/2 কাপক্রিম
  7. 2টেবিল চামচখোয়াক্ষীর(অপসোনাল)
  8. 1চা চামচ কোকো পাউডার(ডেকোরেশন)
  9. 1চা চামচ পাউডার সুগার(ডেকোরেশন)

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে কাস্টার্ড পাউডার নিতে হবে।

  2. 2

    একে একে কোকো পাউডার ও চিনি দিতে হবে।

  3. 3

    তারপর দুধ ও চকলেট সিরাপ দিতে হবে।

  4. 4

    সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে কোনো দলা না থাকে।

  5. 5

    এরপর গ্যাসে করাই বা প্যান বসিয়ে চকলেট-কাস্টার্ড এর লিকুইড টা ঢেলে দিতে হবে।

  6. 6

    একদম কম আঁচে, বাকি 3 কাপ দুধ,ক্রিম ও খোয়াখীর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।খোয়াখীর না দিলেও হবে।

  7. 7

    কম আঁচে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যতক্ষন না মিশ্রণটি ঘন হয়ে আসে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে।

  8. 8

    মিশ্রণটা হয়ে এলে নামিয়ে নিতে হবে।তারপর সারভিং গ্লাস বা বাটিতে রেখে 2 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে।

  9. 9

    2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে উপর দিয়ে কোকো পাউডার ও পাউডার সুগার দিয়ে ডেকোরেশন করে নিলেই রেডি "চকলেট কাস্টার্ড"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes