চিকেন সুইট কর্ন ভেজিটেবল স্যুপ (chicken sweet corn vegetable soup)

Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

চিকেন সুইট কর্ন ভেজিটেবল স্যুপ (chicken sweet corn vegetable soup)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০০গ্রামবোন লেস চিকেন
  2. ১কাপগাজর কুচি ছোট বাটির
  3. ১/২ কাপবিন্স কুচি
  4. ১/২ কাপবাঁধা কপি কুচি
  5. ১০ টাচিংড়ি মাছ
  6. ১ টাপেঁয়াজ কুচি
  7. ৩ চা চামচরসুন কুচি
  8. ৪ তেকাঁচা লঙ্কা কুচি
  9. ২ চা চামচসাদা গোলমরিচ গুঁড়ো
  10. ১ টিডিম
  11. ৪ চা চামচকর্ন ফ্লাওয়ার
  12. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ৮ কাপ জল দিয়ে তার মধ্যে চিকেন, গাজর কুচি, বীনস কুচি, বাঁধা কপি কুচি, সুইট কর্ন, চিংড়ি মাছ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    আলাদা প্যান এ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে

  3. 3

    ডিম টা ভালো করে গুলে নিতে হবে

  4. 4

    কর্ন ফ্লাওয়ার ও জল দিয়ে গুলে নিতে হবে

  5. 5

    তারপর চিকেন আর সবজি র মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আর রসুন ভাজা টা মিশিয়ে খুব ভালো করে ফুটতে দিতে হবে

  6. 6

    এরপর ডিম দিয়ে অনবরত নাড়তে হবে, তারপর নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সুপ র বাটিতে তুলে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

মন্তব্যগুলি

Similar Recipes