চিংড়ি -লাউ খোসার স্যালাড (chingri lau khoshar salad recipe in Bengali)

Dr.Papia Deb
Dr.Papia Deb @cook_21250694
শিলিগুড়ি

#আমার প্রথম রেসিপি
#উত্তরবাংলার রান্নাঘর
#মাছের রেসিপি
আমার নিজের তৈরী এই রেসিপিটি স্বাদে গন্ধে অতুলনীয়. অতিথি আপ্যায়নে এই রেসিপিটি সবার নজর কাড়বে. সর্বোপরী বলি এই রেসিপি তে কোনো মসলা ব্যবহার করতে হয় না, এমন কি পেঁয়াজ ও না.

চিংড়ি -লাউ খোসার স্যালাড (chingri lau khoshar salad recipe in Bengali)

#আমার প্রথম রেসিপি
#উত্তরবাংলার রান্নাঘর
#মাছের রেসিপি
আমার নিজের তৈরী এই রেসিপিটি স্বাদে গন্ধে অতুলনীয়. অতিথি আপ্যায়নে এই রেসিপিটি সবার নজর কাড়বে. সর্বোপরী বলি এই রেসিপি তে কোনো মসলা ব্যবহার করতে হয় না, এমন কি পেঁয়াজ ও না.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৩-৪ জনের
  1. ৮-১০ টা চিংড়ি মাছ
  2. ১টা লাউয়ের খোসা
  3. ২ টা পেঁয়াজ শাক
  4. ১ টা গাজর
  5. ১ টা শশা
  6. ১ টা টমেটো
  7. ১ টা সবুজ ক্যাপ্সিকাম
  8. ১টা লাল ক্যাপ্সিকাম
  9. ১ টা হলুদ ক্যাপ্সিকাম
  10. ৭ টা কাজুবাদাম
  11. ১০-১২ টা কিসমিস
  12. ৬ কোয়া রসুন
  13. ২ টেবিল চামচ অলিভ অয়েল
  14. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  15. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  16. ২-৩ টা কাঁচা লঙ্কা
  17. স্বাদমতো নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    চিংড়ি মাছের মাথা ও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে হলুদ ও নুন মাখিয়ে নিয়েছি. রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি ও পেঁয়াজ শাক কুচি করে নিয়েছি. লাউয়ের খোসা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি

  2. 2

    ৩ রঙের ক্যাপসিকাম, কিছুটা করে নিয়ে চৌকো করে (ছবির মতো) কেটে নিয়েছি. টমেটো ও গাজর মোটা লম্বা করে কেটে নিয়েছি.

  3. 3

    কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে লাউয়ের খোসা গুলো ছেড়ে দিয়েছি. যখন খোসা কিছুটা ভাজা হয়েছে তখন খোসা গুলো খুন্তি দিয়ে কড়াইয়ের পাশে ছড়িয়ে (ছবির মতো) তেলে রসুন কোয়াগুলো ছেড়ে দিয়ে সামান্য লাল হওয়া অবধি ভেজে নিয়েছি. এই সময় সামান্য নুন দিয়েছি

  4. 4

    খোসা ভাজা হলে নামিয়ে একটা প্লেট এ নামিয়ে রেখেছি. অন্য দিকে টমেটো ও কাজু মিক্সিতে পেস্ট করে নিয়েছি
    এবার কড়াইয়ে পড়ে থাকা বাকি তেলে পেঁয়াজ শাক আর গাজর ভেজে নিয়েছি

  5. 5

    কিছুটা ভাজা হলে ক্যাপসিকামের টুকরো, আন্দাজমত নুন, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে অল্প নরম হলে নামিয়ে নিয়েছি. এবার কড়াইয়ে আর ১ চামচ তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো ভেজে নিয়ে এতে টমেটো -কাজু পেস্ট মিশিয়ে নিয়েছি

  6. 6

    এতে নুন, হলুদ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ভেজে নিয়েছি. এর পর এতে আধা কাপ জল দিয়ে ফুটে উঠলে কিসমিস দিয়েছি. গা মাখা হলে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি. এবার আগে ভেজে রাখা লাউয়ের খোসা চিংড়ি মাছের সাথে মিশিয়ে দিয়েছি

  7. 7

    এবার মিশ্রণ টি প্লেটে ঢেলে আগে ভেজে রাখা ক্যাপসিকাম -গাজর -পেঁয়াজ শাকের মিশ্রণ ও শসা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি এই লাউ এর খোসা আর চিংড়ির স্যালাড. এটা ভাত, রুটি সবেতেই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dr.Papia Deb
Dr.Papia Deb @cook_21250694
শিলিগুড়ি

মন্তব্যগুলি

Similar Recipes