চিকেন স্যালাড (chiken salad recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#CP
এই চিকেন স্যালাড খুব সহজে তৈরি করা যায়। ডায়েটের জন্য একটি খুব ভালো ডিনার রেসিপি। খেতেও খুব ভালো।

চিকেন স্যালাড (chiken salad recipe in bengali)

#CP
এই চিকেন স্যালাড খুব সহজে তৈরি করা যায়। ডায়েটের জন্য একটি খুব ভালো ডিনার রেসিপি। খেতেও খুব ভালো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
2 জন
  1. 170 গ্রামচিকেন ব্রেস্ট পিস
  2. 70 গ্রামকাবলি চানা সেদ্ধ
  3. 1 টিশসা
  4. 2 টি মাঝারি টমেটো
  5. 1/2পেঁয়াজ কুচি
  6. 1 টিক্যাপ্সিকাম
  7. 10 (12 টি)বীন্স
  8. 1 চা চামচআদা রসুন বাটা
  9. 1 চা চামচলেবুর রস
  10. 1 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  11. 2 টিকাঁচা লঙ্কা
  12. 1/2 চা চামচনুন
  13. 1/2 চা চামচবিট নুন
  14. 2 চা চামচঅলিভ অয়েল
  15. 3টেবিল চামচ টক দই

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে চিকেন পিস গুলো কে টুকরো করে কেটে ধুয়ে নুন, আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুড়ো, লেবুর রস দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা মতো রাখতে হবে। সময় না থাকলে 15 20 মিনিট রাখলেও হবে।

  2. 2

    গাজর, টমেটো, শসা, বীন্স, কাঁচা লংকা ও ক্যাপ্সিকাম কুচি করে কেটে নিতে হবে।

  3. 3

    এবার গ্যাসে একটি প্যানে 1 1/2 চা চামচ অলিভ অয়েল ছড়িয়ে চিকেন পিস গুলো দিয়ে কম আঁচে দুপিঠ ভেজে নিতে হবে। একটু করে ঢেকে দিতে হবে তাতে চিকেনের জল বেরিয়ে সেদ্ধ হবে।

  4. 4

    এবার ভাজা চিকেন পিস গুলো নামিয়ে কাটা চামচ দিয়ে ভেঙে নিতে হবে। আর ঐ প্যানে ক্যাপ্সিকাম, বীন্স দিয়ে 2 3 মিনিট ভেজে নিতে হবে।

  5. 5

    ক্যাপ্সিকাম বীন্স একটু ভেজে গাজর ও কাবুলী চানা ও তাতে মিশিয়ে একটু নেড়ে নিতে হবে।

  6. 6

    গ্যাস বন্ধ করে এর মধ্যে কুচিয়ে নেওয়া চিকেন, শসা, টমেটো কুচি ও লংকা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    এবার এতে টক দই, গোলমরিচ গুড়ো, বিট নুন, অলিভ অয়েল ছড়িয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি চিকেন স্যালাড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes