রেইনবো স্যালাড(Rainbow Salad recipe in Bengali)

Papia Mitra
Papia Mitra @papiabeyonddiet

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকা
#week4
ক্যাপ্সিকাম একটি এমন সবজি যা এখন বারো মাস পাওয়া যায়। এটি খেতে ক্রাঞ্চি বাচ্চাদের পছন্দ এবং সবার জন্য হেলদি। সবুজ অরণ্য রঙিন ক্যাপ্সিকাম ভিটামিন এ এবং সি যুক্ত, এতে ফাইবার ও থাকে। রেইনবো স্যালাড রেসিপিতে ক্যাপ্সিকাম অনেক রং অ্যাড করে খাবারটি কে সুস্বাদু ও হেলদি করে।

রেইনবো স্যালাড(Rainbow Salad recipe in Bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকা
#week4
ক্যাপ্সিকাম একটি এমন সবজি যা এখন বারো মাস পাওয়া যায়। এটি খেতে ক্রাঞ্চি বাচ্চাদের পছন্দ এবং সবার জন্য হেলদি। সবুজ অরণ্য রঙিন ক্যাপ্সিকাম ভিটামিন এ এবং সি যুক্ত, এতে ফাইবার ও থাকে। রেইনবো স্যালাড রেসিপিতে ক্যাপ্সিকাম অনেক রং অ্যাড করে খাবারটি কে সুস্বাদু ও হেলদি করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩ জন
  1. 1 টাসবুজ ক্যাপ্সিকাম
  2. 1 টালাল ক্যাপ্সিকাম
  3. 1 টাহলুদ ক্যাপ্সিকাম
  4. 1 টাটমেটো
  5. 1 টা শসা
  6. 1 টাপেঁয়াজ
  7. 100 গ্রামচিকেন
  8. 1 টাপাতি লেবু
  9. স্বাদ মতনুন
  10. 1/2চা চামচঅরিগ্যানো
  11. 1/2চা চামচগোলমরিচ গুঁড়ো
  12. 1 টাডিম

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    সবকটি ক্যাপ্সিকাম কিউব করে কেটে নিতে হবে।

  2. 2

    টমেটো পেঁয়াজ শসা ছোট করে কেটে নিতে হবে

  3. 3

    চিকেন টি সিদ্ধ করে নিতে হবে

  4. 4

    চিকেনের সাথে কাটা সবজি ও ক্যাপ্সিকাম গুলি একসাথে মিশিয়ে তাতে পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো অরিগেনো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে

  5. 5

    একটি সার্ভিং প্লেটে সেলাড টি ঢেলে ওপর থেকে একটি পোচড ডিম রেখে পরিবেশন করতে হবে।

  6. 6

    স্যালাড টি খুব সুস্বাদু প্রটেইন রিচ এবং হেলদি তবে এটি যখন খাওয়া হবে তখনই সদ্য বানিয়ে পরিবেশন করা উচিত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papia Mitra
Papia Mitra @papiabeyonddiet
https://instagram.com/oh_spise?utm_medium=copy_link
আরও পড়ুন

Similar Recipes