গোলারুটি (Gola ruti recipe in Bengali)

Sreyashee Mandal
Sreyashee Mandal @cook_24442016
Khardah

#নোনতা
সকাল কিম্বা বিকেল, জলখাবারে গোলারুটি অল টাইম সুপার হিট। বানানোও সহজ, স্বাদেও অপূর্ব আবার প্রোটিন, ভিটামিনেও ভরপুর। বাচ্চাদের জন্যও সুস্বাদু টিফিন।

গোলারুটি (Gola ruti recipe in Bengali)

#নোনতা
সকাল কিম্বা বিকেল, জলখাবারে গোলারুটি অল টাইম সুপার হিট। বানানোও সহজ, স্বাদেও অপূর্ব আবার প্রোটিন, ভিটামিনেও ভরপুর। বাচ্চাদের জন্যও সুস্বাদু টিফিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০-১৫ মিনিট
২ জন
  1. ১ কাপময়দা বা আটা
  2. ২টিডিম
  3. ১ টা আলু গ্রেট করা
  4. ১ টিগাজর গ্রেট করা
  5. ৫-৬টিবিন্স খুব মিহি করে কাটা
  6. ১/২ক্যাপ্সিকাম মিহি করে কাটা
  7. ২ টিকাঁচালংকা কুচি
  8. ১টিপেঁয়াজ মিহি করে কুচোনো
  9. ১ টুকরোআদা থেঁতো করা
  10. ২ টেবিল চামচটমেটো সস
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. স্বাদ অনুযায়ীসামান্য চিনি
  13. ১ চা চামচগোলমরিচ গুঁড়া
  14. ১ টেবিল চামচম্যাগি মশলা
  15. প্রয়োজন অনুযায়ীজল
  16. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১০-১৫ মিনিট
  1. 1

    একটা পাত্রে উপরের সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। (জলের বদলে দুধও ব্যবহার করা যেতে পারে)।

  2. 2

    ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে ব্যাটার টা হাতা দিয়ে কড়াইয়ে ছড়িয়ে দিয়ে অল্প আঁচে দুপিঠ ভালো করে ভেজে নিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sreyashee Mandal
Sreyashee Mandal @cook_24442016
Khardah

Similar Recipes