ডিম এর গোলারুটি(Dim er gola ruti recipe in bengali)

Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
Kona...bajar... mondal Para.... Howrah

সকালের নাশতা কিংবা সন্ধ্যার জলযোগে
চটপটা কিছু বানাতে চাইলে
খুব কম সময়ে বানিয়ে ফেলুন এই পদটি।
যা খুব হেলদি আবার পেট ভরা থাকে অনেকখন সময়। এটাতে অনেক সবজির ব্যবহার থাকে।
বাচ্ছা রা অনেক সময় সবজি খেতে চায়না
এই ভাবে মুখোরোচক করে বানিয়ে দিলে
তারাও আনন্দ করে খাবে।

ডিম এর গোলারুটি(Dim er gola ruti recipe in bengali)

সকালের নাশতা কিংবা সন্ধ্যার জলযোগে
চটপটা কিছু বানাতে চাইলে
খুব কম সময়ে বানিয়ে ফেলুন এই পদটি।
যা খুব হেলদি আবার পেট ভরা থাকে অনেকখন সময়। এটাতে অনেক সবজির ব্যবহার থাকে।
বাচ্ছা রা অনেক সময় সবজি খেতে চায়না
এই ভাবে মুখোরোচক করে বানিয়ে দিলে
তারাও আনন্দ করে খাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিটের মতো
৪জন
  1. ৪ টি ডিম
  2. ২৫০গ্রামময়দা
  3. ১ টা মাঝারি সাইজের টমেটো কুচি
  4. ২টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  5. ১টিক্যাপ্সিকাম কুচি মাঝারি সাইজের
  6. ৫টিকাঁচা লঙ্কা কুচি
  7. ১চা চামচআদা কুচি
  8. স্বাদ মতোনুনও চিনি
  9. প্রয়োজন মতোসাদা তেল
  10. কাপদুধ ১/২
  11. পরিমান মতোজল
  12. ১/৪ চা চামচবেকিং সোডা
  13. ১চা চামচবেকিং পাউডার
  14. প্রয়োজন মতসাজানোর জন্য শসা ও টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিটের মতো
  1. 1

    সব উপকরন গুলো ভালো ভাবে মিক্সিং করে নিয়ে ব্যাটার টা বানাতে হবে।

  2. 2

    তারপর চাটুতে তেল ব্রাশ করে ব্যাটার টা দিয়ে স্প্যাচুলা দিয়ে গোল গোল করে শেপ দিয়ে সাদা তেল এ ভেজে নিতে হবে উল্টে পাল্টে।

  3. 3

    তারপর গরম গরম পরিবেশন করুন সালাড ও সস দিয়ে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
Kona...bajar... mondal Para.... Howrah
আমি ভীষণ খেতে ভালো বাসি..... মূলত রাননা করা টা আমার প্যাশন...... আমার বেবি হওয়ার পর যেহেতু ওকে কোনো বাইরের খাবার খাওয়াতামনা তখন থেকেই আমি চেষ্টা করতাম মেয়ে কে নানা রকম খাবার বাড়ি তেই বানিয়ে খাওয়া তে.... আর আমার স্বামী আমাকে সব কাজেই উৎসাহ দেয়.... এই রান্না করা তে ও যথেষ্ট উৎসাহিত করে...... কোনো সময় হয়তো রান্না ভালো হয়নি তখন ও হাসি মুখে তা খেয়ে বলেছে করতে করতেই শিখবে..... আমি যেমন খেতে ভালো বাসি তেমনি খাওয়াতেও..... আমি বিভিন্ন ধরনের রান্না শিখতে চাই এই গ্রুপ এর সাথে যুক্ত হয়ে আমি আরও নানা ধরনের রান্না শিখতে চাই
আরও পড়ুন

Similar Recipes