ট্যুটি ফ্রুটি কুকিজ (tutti frutti cookies recipe in Bengali)

Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

ট্যুটি ফ্রুটি কুকিজ (tutti frutti cookies recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের জন্য
  1. ১.৫ কাপ ময়দা
  2. ১/২ কাপ ভ্যানিলা ফ্লেভারড কাস্টার্ড পাউডার
  3. ৩/৪ কাপ গুঁড়ো চিনি
  4. ১/২ চা চামচ বেকিং পাউডার
  5. ১/২ কাপ ট্যুটি ফ্রুটি
  6. ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  7. ১/২ কাপ সল্টেড বাটার বা মাখন
  8. ৬-৭ টেবিল চামচ দুধ

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে চিনি ও মাখন একসাথে ভালো ভাবে ফেটিয়ে মশৃণ করে নিতে হবে। চামচ বা হ্যান্ড ব্লেন্ডার যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

  2. 2

    এবারে অন্য একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও কাস্টার্ড পাউডার ছাকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবারে অল্প অল্প করে ময়দা ও কাস্টার্ড পাউডার নিয়ে মাখনের মিশ্রনে মেশাতে হবে। এরপর ট্যুটি ফ্রুটি ও ভ্যানিলা এসেন্স ও মেশাতে হবে। এভাবে সব শুকনো উপকরণ গুলি ভালোভাবে মেশানোর পরে একটু একটু করে দুধ নিয়ে মেখে মন্ড বানাতে হবে। তবে মন্ডটিকে ঠেসতে হবে না।

  3. 3

    এবারে মন্ডটিকে দুভাগে ভাগ করে রোলের মতো লম্বাটে আকারে আনতে হবে। রোল দুটিকে ক্লিন্জ বা প্লাস্টিক পেপার দিয়ে ভালো করে সিল করে দিতে হবে ও কমপক্ষে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে।

  4. 4

    এবারে রোল গুলিকে ছুড়ির সাহায্যে গোল গোল আকারে কেটে নিতে হবে। একটি ওভেন প্রুফ ট্রে তে বাটার পেপার পেতে নিতে হবে। অথবা মাখন মাখিয়ে নিতে হবে। সব কুকিজ গুলোকে ট্রের ওপর পেতে নিতে হবে। মাঝে মাঝে ফাঁকা জায়গা রাখতে হবে। ওভেনকে ১৮০ ডিগ্রি সেলসিয়াস বা ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে হবে। এরপর ১৫ মিনিটের জন্য বেক করে নিতে হবে।

  5. 5

    ১৫ মিনিট পরে ট্রে বের করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে চা বা কফির সঙ্গে পরিবেশন করুন অথবা এয়ার টাইট কোনো কৌটৌতে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

Similar Recipes