কাতলা মাছের শাহি কোর্মা(katla macher sahi korma recipe in bengali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

#ebook2
#নববর্ষ
নববর্ষ হলো আমদের বাঙালিদের 1টা বিশেষ দিন।এই দিনে প্রত্যেক বাঙালির ঘরে স্পেশাল কিছু রান্না হবেই।আমি কাতলা মাছের কোর্মা টা বানিয়ে থাকি তাই আজ কে শাহি কোর্মা বানালাম।

কাতলা মাছের শাহি কোর্মা(katla macher sahi korma recipe in bengali)

#ebook2
#নববর্ষ
নববর্ষ হলো আমদের বাঙালিদের 1টা বিশেষ দিন।এই দিনে প্রত্যেক বাঙালির ঘরে স্পেশাল কিছু রান্না হবেই।আমি কাতলা মাছের কোর্মা টা বানিয়ে থাকি তাই আজ কে শাহি কোর্মা বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4জন
  1. 250 গ্রামকাতলা মাছ
  2. 2টো মাঝারি পেঁয়াজ
  3. 1 চামচআদা ও রসুন বাটা
  4. 1/2 কাপটক দই
  5. 1/2 কাপকাজু ও কিসমিস বাটা
  6. 3টে ছোট এলাচ
  7. 2টো দারুচিনি
  8. 2টো লবঙ্গ
  9. 1টা তেজপাতা
  10. 1 চা চামচশাহি গরম মসলা
  11. 2 চামচঘি
  12. স্বাদমতোনুন
  13. 1/2 চা চামচচিনি
  14. 2টো কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    মাছ গুলো কে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি।

  2. 2

    পেয়াজ টা কুচি করে কেটে বেরেস্তা বানিয়ে রেখেছি।

  3. 3

    পেয়াজ,আদা,রসুন পেষ্ট করে নিয়েছি ও কাজু ও কিসমিস কে পেষ্ট করে নিয়েছি।

  4. 4

    করা গরম করে তেল গরম হওয়ার পর তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেয়াজ আদা রসুন বাটা দিয়ে কষিয়েছি অল্প কিছুক্ষণ।

  5. 5

    তারপর কাজু কিসমিস বাটা ও টক দই টা মিশিয়েছি।দই টা আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম।

  6. 6

    পরিমান মতো নুন দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে গরম মসলা ছড়িয়ে ডেকে দিয়েছি।কিছুক্ষণ পর মসলা টা ভালো করে কষে গেলে মাছ গুলো ছেড়ে দিয়েছি।

  7. 7

    অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেরেস্তা গুলো ছড়িয়ে দিয়ে।নামানোর আগে ঘী দিয়ে গ্যাস বন্ধ করে ডেকে রেখে কিছুক্ষণ পর পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

Similar Recipes