পেঁপে প্লাস্টিক চাটনি(Pepe plastic chutney recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#ebook2
#জামাইষষ্ঠী
সব অনুষ্ঠানের শেষ পাতে চাটনি থাকবেই তার মধ্যে পেঁপে প্লাস্টিক চাটনি একটা অসাধারণ স্বাদের চাটনি।

পেঁপে প্লাস্টিক চাটনি(Pepe plastic chutney recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
সব অনুষ্ঠানের শেষ পাতে চাটনি থাকবেই তার মধ্যে পেঁপে প্লাস্টিক চাটনি একটা অসাধারণ স্বাদের চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
৪-৫ জন
  1. ৫০০ গ্রাম পেঁপে
  2. ২০০ গ্রাম চিনি
  3. ১ টা লেবু
  4. ৭-৮ টা কাজু
  5. ১০ টা কিসমিস
  6. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে পেঁপে খুব পাতলা করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর চিনি ২ কাপ জল দিয়ে বসাতে হবে। কিছু ক্ষণ ফুটিয়ে পেঁপে দিয়ে দিতে হবে।

  3. 3

    তারপর নুন দিয়ে আচঁটা কমিয়ে ১০ মিনিট ঢেকে দিতে হবে।

  4. 4

    তারপর ঢাকা তুলে কাজু আর কিশমিশটা দিয়ে আরো কিছু ক্ষণ ফুটিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর লেবুর রস দিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes