অমলেট ভেজিটেবিল পিৎজা (omelette vegetable pizza recipe Bangali)

Asma Sk
Asma Sk @cook_17765864

#দৈনন্দিন রেসিপি
আমরা আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে বাচ্চাদের ইচ্ছে অনুযায়ী আমরা সেরাম ভাবে কিছু বানিয়ে দিতে পারিনা। আজ আমি খুব সহজ ভাবে পিজা বানিয়েছি আমার বাচ্চারা প্রায় খেয়ে থাকে ।খুব তাড়াতাড়ি করে আমি এটি ওদের বানিয়ে দিতে পারি ।সকালে বিকালে দুই টাইম খেতে পারবে আপনাদের অবশ্যই ভালো লাগবে।

অমলেট ভেজিটেবিল পিৎজা (omelette vegetable pizza recipe Bangali)

#দৈনন্দিন রেসিপি
আমরা আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে বাচ্চাদের ইচ্ছে অনুযায়ী আমরা সেরাম ভাবে কিছু বানিয়ে দিতে পারিনা। আজ আমি খুব সহজ ভাবে পিজা বানিয়েছি আমার বাচ্চারা প্রায় খেয়ে থাকে ।খুব তাড়াতাড়ি করে আমি এটি ওদের বানিয়ে দিতে পারি ।সকালে বিকালে দুই টাইম খেতে পারবে আপনাদের অবশ্যই ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
4 জন
  1. 4 টেডিম
  2. 1/2 কাপভুট্টার দানা সেদ্ধ
  3. 1 টা পেঁয়াজ কুচি করে কাটা
  4. 1/2 কাপ3রকমের ক্যাপ্সিকাম করে কুচি করে কাটা
  5. 1/2 কাপবাঁধা কপি কুচি করে কাটা
  6. স্বাদ অনুযায়ীলঙ্কা কুচি
  7. স্বাদমতোলবণ
  8. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি
  11. 1টেবিল চামচ কিসমিস কুচি করে কাটা
  12. 1/2 কাপময়দা
  13. 1/2 চা চামচবেকিং সোডা
  14. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল/ বাটার
  15. 1 চা চামচচিলি ফ্লেক্স, অরিগ্যানো টপিং এ দেওয়ার জন্য
  16. প্রয়োজনমতোপিজ্জা সস
  17. প্রয়োজনমতোমোজারেলা চীজ

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    4 তে ডিম ফেটিয়ে তার মধ্যে সমস্ত সবজি দিয়ে লবণ স্বাদমতো দিয়ে মসলা দিয়ে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে হাফ কাপ ময়দা আর বেকিং সোডা, সমস্ত খুব ভালো করে মেক্স করে নিতে হবে

  2. 2

    এবারে চুলার উপরে প্যান্ট বসিয়ে তার মধ্যে হাপ চা চামচ বাটার বা তেল দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে মিক্স করা উপকরণ ঢেলে দিয়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য কুক করতে হবে। সিম আঁচে

  3. 3

    একপিঠ কুক হয়ে গেলে ওটি কে উল্টে দিয়ে, তার উপরে পিজা সস ছড়িয়ে দিয়ে মোজারেলা চিজ দিয়ে ইচ্ছেমতো টপিং দিয়ে, চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিতে হবে, ঢাকনা দিয়ে আরো 3 থেকে 5 মিনিট করতে হবে। এরাম ভাবেই তৈরি হয়ে যাবে অমলের ভেজিটেবিল পিজা। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা আরো বেশি ভেজিটেবিল ইউজ করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Sk
Asma Sk @cook_17765864

Similar Recipes