সম্পূর্ণ নিরামিষ মজাদার পনির কর্ণ পিজ্জা (pizza recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

আমি এটা বিশুদ্ধ নিরামিষ পদ্ধতি তে তৈরি করেছি আমার প্রতিবেশী এক রাজস্থান বাসি পরিবারের জন্য।

সম্পূর্ণ নিরামিষ মজাদার পনির কর্ণ পিজ্জা (pizza recipe in Bengali)

আমি এটা বিশুদ্ধ নিরামিষ পদ্ধতি তে তৈরি করেছি আমার প্রতিবেশী এক রাজস্থান বাসি পরিবারের জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
  1. পিজ্জা বেস তৈরির উপকরণ
  2. ১ কাপ ময়দা
  3. ১ চা চামচ গুঁড়ো ঈষ্ট
  4. ১/২ চা চামচ চিনি
  5. ১/৪ চা চামচ নুন
  6. ১ চা চামচ সাদা তেল
  7. ১/৪ কাপ উষ্ণ দুধ
  8. পিজ্জা টপিং এর উপকরণ
  9. ৫০ গ্রাম পনির
  10. ২টেবিল চামচ স্যুইট কর্ণ
  11. ১/৪ টমেটো কুচি
  12. ১ টা কাঁচা মরিচ কুচি
  13. ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স
  14. ১ চা চামচ অরিগ্যানো
  15. ১ চা চামচ পিজ্জা সিজনিং
  16. প্রয়োজন অনুযায়ীচীজ
  17. ২টেবিল চামচ টকদই
  18. পিজ্জা সস এর উপকরণ
  19. ২টো লাল টমেটো
  20. ১"টুকরো আদার
  21. ৫-৬ টা তুলসী পাতা
  22. ১ চা চামচ অরিগ্যানো
  23. ১ চা চামচ চিলি ফ্লেক্স
  24. স্বাদ মতনুন
  25. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    একটি পাত্রে ময়দা নিয়ে তার মাঝে একটু ফাকা করে তাতে উষ্ণ দুধ দিয়ে চিনি ও ঈষ্ট মিশিয়ে নিন

  2. 2

    ১০ মিনিট পর ময়দা নুন ও তেল দিয়ে নরম করে মেখে নিন এবং গরম জায়গায় রেখে দিন

  3. 3

    এবার সস তৈরি করার জন্য টমেটো ও আদা কুচি করে কেটে নিন এবং তেল‌ গরম করে তাতে দিয়ে ভালো করে ভাজুন নুন দিয়ে দিন

  4. 4

    নরম হয়ে গেলে তুলসী পাতা, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নিন

  5. 5

    এবার টপিং এর জন্য পনির টুকরো করে কেটে নিন এবং কর্ণ নুন দিয়ে সিদ্ধ করে নিন।একটা পাত্রে টক দই, নুন, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে মিশিয়ে ওগুলো মাখিয়ে নিন

  6. 6

    এবার ১-২ ঘন্টা বাদে ময়দা টা একটু ঠেসে নিন এবং গোল করে বেলে নিন এবং ফর্ক দিয়ে ফুটো করে নিন

  7. 7

    পিজ্জা সস ও চীজ লাগিয়ে নিন এবং পনির ও কর্ণ ছড়িয়ে দিন, টমেটো কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়ে দিন এবং পিজ্জা সিজনিং, অরিগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিন

  8. 8

    ১৮০°তে ওভেন প্রিহিট করে পিজ্জা ভোগে দিয়ে বেক করুন এবং হয়ে গেলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty

Top Search in

Similar Recipes