হোয়াইট সস পাস্তা (white sause pasta recipe in bengali)

Sayantika Bhattacharyya Chatterjee
Sayantika Bhattacharyya Chatterjee @cook_26062741
নয়ডা, উত্তর প্রদেশ

এটি খুব সহজ একটি রান্না এবং বাড়িতে খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়

হোয়াইট সস পাস্তা (white sause pasta recipe in bengali)

এটি খুব সহজ একটি রান্না এবং বাড়িতে খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
দুজন
  1. 2 টেবিল চামচময়দা
  2. 2 টেবিল চামচবাটার
  3. 1টেবিল চামচফ্রেশ ক্রিম
  4. 1/2 কাপদুধ
  5. 1 চা চামচঅরিগ্যানো
  6. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. 1 টিপেঁয়াজ মাঝারি সাইজের
  8. 1/2ক্যাপ্সিকাম
  9. 1 চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    প্রথমে পাস্তা গুলোকে জলে ভিজিয়ে সিদ্ধ করে নিতে হবে 5 থেকে 10 মিনিট

  2. 2

    একটি কড়াইয়ে অল্প এক চামচ মত সাদা তেল দিয়ে তাতে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপ্সিকাম কুচি ভেজে একটি পাত্রে তুলে নিতে

  3. 3

    একটি কড়াইয়ে 2 চামচ বাটার দিতে হবে এবং তার মধ্যে এ দু চামচ ময়দা দিয়ে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ময়দা আর বাটার মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে।

  4. 4

    এরপর এই মিশ্রণটি মধ্যে আধা কাপ দুধ এবং একটা চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে

  5. 5

    এরপর এই মিশ্রণটি মধ্যে পাস্তা গুলো মিলিয়ে নিতে হবে এবং এক চামচ অরিগানো আর গোলমরিচের গুঁড়ো মিলিয়ে দিতে হবে এবং ভালভাবে মিশিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantika Bhattacharyya Chatterjee
নয়ডা, উত্তর প্রদেশ

Similar Recipes