মাখানি সস পাস্তা (makhani sauce pasta recipe in Bengali)

Rupam Saha (Visit My YouTube Channel - Rupam's World Of Happiness https://www.youtube.com/channel/UCxGxiKlVR8zvL9H9a8V6Npw?app=desktop )
Rupam Saha (Visit My YouTube Channel - Rupam's World Of Happiness https://www.youtube.com/channel/UCxGxiKlVR8zvL9H9a8V6Npw?app=desktop ) @cook_20075662

পাস্তা
এটি ভীষণ সুস্বাদু আর হেলদি রেসিপি।

মাখানি সস পাস্তা (makhani sauce pasta recipe in Bengali)

পাস্তা
এটি ভীষণ সুস্বাদু আর হেলদি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-40 মিনিট
4 জন
  1. 1.5 কাপ পাস্তা
  2. 1টি মাঝারি মাপের পেঁয়াজ
  3. 1টি বড় মাপের টমেটো
  4. 1 টি কাঁচা লঙ্কা
  5. 8-10কোয়া রসুন
  6. 1/2 " আদা
  7. 8-10 টাকাজুবাদাম
  8. 1/2 চা চামচগোটা জিরে
  9. 1 চা চামচজিরের গুঁড়ো
  10. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  14. পরিমাণ মতো জল
  15. 1 কাপদুধ
  16. 1টেবিল চামচ ময়দা
  17. স্বাদ মত লবণ
  18. 2টেবিল চামচ চীজ
  19. 1টেবিল চামচ টমেটো সস
  20. 2টেবিল চামচ বাটার / মাখন
  21. পরিমাণ মতোক্যাপ্সিকাম চৌকো করে কাটা
  22. 1টেবিল চামচ ফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

30-40 মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে 1 লিটার জলে লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে পাস্তা গুলো 6 থেকে 7 মিনিট ফুটিয়ে জল ছেঁকে ফেলে দিতে হবে একবার ঠাণ্ডা জলে ধুয়ে নিয়ে তার মধ্যে আবার অল্প সাদা তেল ছড়িয়ে রেখে দিতে হবে।

  2. 2

    এরপরে একটা কড়াইতে 1 টেবিল চামচ বাটার গরম করে ওর মধ্যে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ,টমেটো,আদা,কাঁচা লঙ্কা, রসুন,কাজুবাদাম, হলুদ গুঁড়ো,জিরা গুঁড়া,ধনে গুঁড়া,গরম মসলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ,কসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এক কাপ জল দিয়ে ফুঁটিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে।

  3. 3

    টমেটো নরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে মসলার একটা পেস্ট তৈরী করে নিতে হবে।

  4. 4

    এবার ওই কড়াইতেই আবার 1 টেবিল চামচ বাটার গরম করে ওর মধ্যে ময়দা দিয়ে নেড়ে দুধ ঢেলে দিয়ে ফুটে উঠলে আগে থেকে তৈরি করা টমেটো পেঁয়াজের পেস্ট ঢেলে ফুটে উঠলে ওর মধ্যে ক্যাপ্সিকাম আর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা একটু ফ্রেশ ক্রিম আর র্চিজ দিয়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিতে হবে।

  5. 5

    এরপরে এরমধ্যে টমেটো সস দিয়ে নেড়ে গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে গরম গরম মাখানি সস পাস্তা তার ওপরে চিজ ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupam Saha (Visit My YouTube Channel - Rupam's World Of Happiness https://www.youtube.com/channel/UCxGxiKlVR8zvL9H9a8V6Npw?app=desktop )

Similar Recipes