এগ-ভেজ হাক্কা নুডলস্(Egg-veg hakka noodles recipe in Bengali)

Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

#GA4
#week2
এই সপ্তাহের মধ্যে আমি নুডলস্ কে বেছে নিয়েছি।

এগ-ভেজ হাক্কা নুডলস্(Egg-veg hakka noodles recipe in Bengali)

#GA4
#week2
এই সপ্তাহের মধ্যে আমি নুডলস্ কে বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম হাক্কা নুডলস্
  2. ১প্যাকেট হাক্কা নুডলস্ মশলা
  3. ১টা মাঝারি গাজর কুচানো (জুলিয়ান কাট করা)
  4. ১টা ছোটো ক্যাপ্সিকাম কুচানো
  5. ১টা মাঝারি পেঁয়াজ কুচানো
  6. ১কাপ বিন্স কুচানো
  7. ১টা ডিম
  8. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ২টেবিল চামচ সয়া সস
  10. ২টেবিল চামচ টমেটো সস
  11. ২টি কাঁচা লঙ্কা কুচি
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. প্রয়োজন মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা কড়াইতে কিছুটা জল নুন ও সাদা তেল দিয়ে গরম করে ওর মধ্যে নুডলস্ গুলো দিয়ে সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবং একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে যাতে একটা আরেকটার সাথে না লাগে।

  2. 2

    এবার কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে পেয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।

  3. 3

    এবার ওর মধ্যে সব সবজি গুলো ও সামান্য নুন দিয়ে একটু ভেজে নিতে হবে। ওভার কুক করা যাবে না।

  4. 4

    সবজি গুলো ভাজা হলে ওগুলো কে একটু সাইডে সরিয়ে ওর মধ্যে অল্প তেল দিয়ে ডিম টাকে ভেঙে ঝুরো করে ভেজে নিতে হবে। এবং সব সবজি গুলো সাথে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ওর মধ্যে সিদ্ধ নুডলস,সয়াসস, টমেটো সস,স্বাদ অনুযায়ী নুন,নুডলসৃ মশলা, গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট ভেজে নিলেই তৈরী।গরম গরম নিজের পছন্দের সস দিয়ে পরিবেশন করুন এগ-ভেজ হাক্কা নুডলস্।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

মন্তব্যগুলি (5)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
খুব ফেভারিট আইটেম এইটা আমার। খেতে থাকুন ও খাওয়াতে থাকুন।🌹

Similar Recipes