চিলি চিকেন (chili chicken recipe in bengali)

Sutapa Datta
Sutapa Datta @cook_26614298

#আমিরান্নাভালবাসি
#Week1

আমি এই সপ্তাহে চিলি চিকেন রেসিপিটি বেছে নিয়েছি।

চিলি চিকেন (chili chicken recipe in bengali)

#আমিরান্নাভালবাসি
#Week1

আমি এই সপ্তাহে চিলি চিকেন রেসিপিটি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 জন
  1. 500 গ্রামবোন চিকেন
  2. 2টি পেঁয়াজ
  3. 2টি ক্যাপ্সিকাম
  4. 2টিডিম
  5. 10কোয়া রসুন
  6. 1বাটি কর্নফ্লাওয়ার
  7. 1 চা চামচঅরিগানো
  8. 6টাকাঁচা লঙ্কা
  9. পরিমাণ মতোসয়া সস
  10. পরিমাণ মতোচিলি সস
  11. পরিমাণ মতোটমেটো সস
  12. স্বাদ মতনুন
  13. স্বাদমতোচিনি
  14. 1 চা চামচময়দা
  15. 2 চা চামচলঙ্কাগুঁড়ো দ
  16. প্রয়োজন অনুযায়ীজল সামান্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে মাংস ভালো করে ধুয়ে ওর মধ্যে পরিমাণমতো নুন দুটো ডিম 1 চামচ অরিগানো কনফ্লাওয়ার আর রসুন কুচি দিয়ে ভালো করে মেখে একঘন্টা ঢেকে রেখে দেবো।

  2. 2

    পেঁয়াজ ক্যাপ্সিকাম কুচি করে কেটে নেব। এক ঘন্টা হয়ে গেল কড়াইতে তেল গরম করে মাংসগুলো ফ্রাই করে নেব।

  3. 3

    মাংসগুলো ফ্রাই হয়ে গেলে ওই তেলে পেঁয়াজ ক্যাপ্সিকাম কুচি দিয়ে অল্প ভেজে ওর মধ্যে সয়া সস টমেটো সস চিলি সস পরিমাণমতো দিয়ে দেব। কাঁচালঙ্কা চিরে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু চিনি দেবো। সামান্য একটু জল দেবো। 5 মিনিট হয়ে গেলে এক চামচ ময়দা ওপর দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবো তাহলে বেশ মাখা মাখা হবে। তৈরি হয়ে গেল চিলি চিকেন।

  4. 4

    আমি এখানে একটা কথা বলতে চাই আমি কাঁচা লঙ্কা দিইনি কারন আমার ঘরের বেশি ঝাল খায় না তবে যারা ঝাল খান অবশ্যই দেবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Datta
Sutapa Datta @cook_26614298

Similar Recipes