চকলেট বিস্কুট কেক(chocolate biscuit cake recipe in bengali)

sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)

#GA4
#Week4
আমি গোল্ডেন অ্যাপ্রন ফোর থেকে বেকড্ শব্দ টা বেছেছি, আমার বোনের জন্মদিন এ তৈরি করে আমার এক ছোট প্রয়াস, যেহেতু এটা বেক করে তৈরি তাই আমি এই রেসিপি টা শেয়ার করলাম

চকলেট বিস্কুট কেক(chocolate biscuit cake recipe in bengali)

#GA4
#Week4
আমি গোল্ডেন অ্যাপ্রন ফোর থেকে বেকড্ শব্দ টা বেছেছি, আমার বোনের জন্মদিন এ তৈরি করে আমার এক ছোট প্রয়াস, যেহেতু এটা বেক করে তৈরি তাই আমি এই রেসিপি টা শেয়ার করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 10মিনিট
5 জনের জন্য
  1. 6 টাহ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট
  2. 1 কাপ দুধ
  3. 1চিমটি বেকিং পাউডার
  4. 2টেবিল চামচ চিনি গুঁড়ো
  5. 1 টাইনো প্যাকেট (লেমন ফ্লেভার)
  6. প্রয়োজন অনুযায়ীডেয়ারি মিল্ক চকলেট (ঐচ্ছিক )

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 10মিনিট
  1. 1

    বিস্কুট গুলো প্রথমে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, এবার চিনির গুঁড়ো দিয়ে মেশাতে হবে

  2. 2

    এর পর দুধ দেয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে,

  3. 3

    এবার গুলে রাখা ব্যাটারে ইনো দিয়ে তার ওপর 1 চামচ দুধ দিয়ে ঘড়ির কাঁটার একদিক অনুসারে 5 মিনিট মেশাতে হবে,

  4. 4

    এবার একটা কেক বানানোর পাত্রে ব্যাটার ঢেলে দিতে হবে,

  5. 5

    গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে 1 কাপ লবণ দিয়ে 30মিনিট গরম করতে হবে,

  6. 6

    তারপর নিম্ম উষ্নতায় 30 থেকে 40 মিনিট বেকড করলে তৈরি হয়ে যাবে,

  7. 7

    এবার সাজানোর জন্য ওপর থেকে মেল্ট করা চকলেট সিরাম দিয়ে, কয়েকটা বিস্কুট এর টুকরো, চকলেট এর টুকরো দিয়ে সাজাতে হবে, সঙ্গে চিনির গুঁড়ো ও ছড়িয়ে দেওয়া যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)
I love to cook and eat also (Foodie) ☺
আরও পড়ুন

Similar Recipes