চিংড়ির পোলাও (Chingrir Polau recipe in Bengali)

Somashree Nandi Karmakar
Somashree Nandi Karmakar @cook_24232673

চিংড়ির পোলাও (Chingrir Polau recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জন
  1. ৪ টেবিল চামচসর্ষের তেল
  2. ৪টে মাঝারি মাপের আলু
  3. ৫০০ গ্রাম চিংড়ি
  4. ৪ কাপ গোবিন্দভোগ চাল
  5. স্বাদ অনুযায়ী নুন
  6. ২ চা চামচ চিনি
  7. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ৩ চা চামচ জিরে গুঁড়ো
  9. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  10. ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  11. ১.৫চা চামচ আদাবাটা
  12. ৩ চা চামচ ঘি
  13. ২টো তেজপাতা
  14. ২টো শুকনো লঙ্কা
  15. ৪টে লবঙ্গ
  16. ৫-৬টা গোলমরিচ
  17. ৫-৬টা এলাচ
  18. ২ টুকরো দারচিনি
  19. ১/৩ কাপ কাজু
  20. ১/৩ কাপ কিশমিশ
  21. ৮ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    সরষের তেল গরম করে তাতে সামান্য নুন, ১/২ চা চামচ করে হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিন।

  2. 2

    একই তেলে নুন হলুদ মাখানো চিংড়ি সামান্য ভেজে তুলে নিন। অবশিষ্ট তেল আলাদা করে রাখুন।

  3. 3

    ৪ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে তাতে স্বাদ অনুযায়ী নুন, চিনি, ১ ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ৩ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কাবাটা ও আদাবাটা দিয়ে ভালো করে মেখে নিন।

  4. 4

    একটি প্রেশার কুকারে ৩ চা চামচ ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। তার পর একে একে কাজু ও কিশমিশ দিয়ে সামান্য ভাজুন। তার পর তাতে চিংড়ি ভেজে রাখার পর অবশিষ্ট তেল যোগ করুন। তার পর মেখে রাখা চাল ও ভেজে রাখা আলু ও চিংড়ি দিন।

  5. 5

    ৮ কাপ জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করুন। ৩টে সিটি দেওয়ার পর নামিয়ে নিন।

  6. 6

    তৈরি স্বাদে ভরপুর চিংড়ির পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Somashree Nandi Karmakar

Similar Recipes