সিঙ্গারা (singara recipe in bengali)

Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata

#GA4
#Week9 এর ধাঁধা থেকে আমি ভাজা শব্দ টি বেছে নিয়ে এই রেসিপি টা বানালাম।

সিঙ্গারা (singara recipe in bengali)

#GA4
#Week9 এর ধাঁধা থেকে আমি ভাজা শব্দ টি বেছে নিয়ে এই রেসিপি টা বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিন
৩ জন
  1. ৩ টে পুর এর জন্যে আলু
  2. ১ চা চামচ আদা,কাঁচালঙ্কা বাটা
  3. ১/২ চা চামচ হলুদ
  4. ১ টা শুকনো লঙ্কা
  5. স্বাদ মতো নুন
  6. স্বাদ মতো চিনি
  7. ১/২ চা চামচ গোটা পাঁচফোড়ন
  8. ১/২ চা চামচপাঁচফোড়ন গুঁড়ো
  9. ১/২ চা চামচতেল(পুর তৈরী করার জন্যে)
  10. ১/৪ কাপঘুগনি
  11. ২ কাপসিঙ্গারা ভাজবার জন্যে তেল
  12. মন্ড তৈরী করার জন্যে লাগবে-
  13. ১ কাপ ময়দা
  14. ১/২ চা চামচ মাখন
  15. অল্প সাদা তেল
  16. ১/২ চা চামচ বেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিন
  1. 1

    প্রথমে কড়াই তে সাদা তেল দিয়ে তাতে বাদাম ভাজতে হবে।

  2. 2

    এরপর তাতে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে তাতে আলু গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে।

  3. 3

    তারপর আলুর সাথে আদা কাচা লঙ্কা বাটা দিয়ে কষতে হবে,এরপর তাতে হলুদ দিতে হবে।

  4. 4

    এরপর আলু সিদ্ধ হয়ে গেলে তাতে পাঁচফোড়ন গুঁড়ো,ভেজে রাখা বাদাম ও ঘুগনি দিয়ে ভালো করে মেশাতে হবে।

  5. 5

    এই ভাবে পুর তৈরী হল।

  6. 6

    এরপর ময়দা র মন্ড বানানোর জন্যে,১কাপ ময়দা র সাথে,মাখন ও তেল যোগ করে ভালো করে মাখতে হবে।

  7. 7

    এরপর মন্ড থেকে লেচি কেটে তাকে লম্বা লম্বা করে বেলে তার মাঝ খান থেকে লেচি কেটে,তিন জন করে মূর্তে হবে।

  8. 8
  9. 9

    তারপর ওর মধ্যে পুর দিয়ে তার মুখ টা ভালো করে বন্ধ করে দিতে হবে।

  10. 10

    এরপর কড়াই তে একটু বেশী তেল দিয়ে,ওই সিঙ্গারা গুলো ক ভাজতে হবে।

  11. 11

    তাহলেই সিঙ্গারা রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata
রান্না করে এবং রান্না খাইয়ে যা তৃপ্তি তা আর কোথাও নেই, আমার ভালোবাসা
আরও পড়ুন

Similar Recipes