চিজি হোয়াইট সস পাস্তা(cheesy white sauce pasta recipe in Bengali

Sarita Nath
Sarita Nath @sarita_s_cuisine
কলকাতা

#GA4
#Week10
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিচ্ছি চিজ

চিজি হোয়াইট সস পাস্তা(cheesy white sauce pasta recipe in Bengali

#GA4
#Week10
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিচ্ছি চিজ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 2 কাপপাস্তা
  2. 2 টোচিজ স্লাইস
  3. 1/2 কাপগাজর টুকরো
  4. 1/2 কাপক্যাপ্সিকাম টুকরো
  5. 2 চা চামচসাদা তেল
  6. 2 চা চামচবাটার
  7. 1 চা চামচময়দা
  8. 1/2 কাপদুধ
  9. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. 1/2 চা চামচঅরিগানো
  11. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  12. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে গ্যাসে একটি পাত্রে জল দিয়ে তাতে সামান্য নুন ও সাদা তেল মিশিয়ে পাস্তা গুলো সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে দুই চামচ সাদা তেল গরম করে গাজর ও ক্যাপ্সিকাম টুকরো গুলো হালকা ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এরপর ওই কড়াইতে দুই চামচ বাটার দিয়ে গলে গেলে দুই চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার কাঁচা ভাব চলে গেলে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর সসটা একটু গাঢ় হলে তাতে নুন, অরিগানো, চিলি ফ্লেক্স ও চিজ দিয়ে আগে ভেজে রাখা সব্জী ও পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর প্লেটে সাজিয়ে ইচ্ছে মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন চিজি হোয়াইট সস পাস্তা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarita Nath
Sarita Nath @sarita_s_cuisine
কলকাতা

Similar Recipes