ফুলকপির কোফতা কারি (cauliflower kofta curry recipe in Bengali)

Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata

#GA4
#week10
এর ধাঁধা গুলি থেকে আমি কোপ্তা শব্দ টি বেছে নিয়ে এই সহজ রেসিপি টা বানালাম

ফুলকপির কোফতা কারি (cauliflower kofta curry recipe in Bengali)

#GA4
#week10
এর ধাঁধা গুলি থেকে আমি কোপ্তা শব্দ টি বেছে নিয়ে এই সহজ রেসিপি টা বানালাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন এর জন্যে
  1. ৪ টে বড় কোফতা বানানোর জন্যে--ফুলকপির ফুল গ্রেট করা।
  2. ১/২ গাজর কুচি করা
  3. ৫-৬ টা বিন্স কুচি করা
  4. ২টো কাঁচা মরিচ
  5. ১চা চামচ ধনে গুঁড়া
  6. ১চা চামচ মচ অমচুর পাউডার
  7. স্বাদমতোলবণ ও চিনি
  8. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১/২ ইঞ্চি আদা বাটা
  10. ১/২ কাপ বেসন
  11. সামান্যধনেপাতা কুচি
  12. ১কাপ তেল(কোফতা ভাজা এবং রান্না করার জন্যে)
  13. -২টোগ্রেভি র জন্যে পেঁয়াজ কুচি
  14. ২ইঞ্চি আদা
  15. ৫-৬ টা কোয়া রসুন কুচি
  16. ১/২ চা চামচগোটা জিরা
  17. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  18. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  19. ১ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  20. ২টো তাজপাতা
  21. ২টো কাঁচা লঙ্কা
  22. স্বাদমতোনুন চিনি
  23. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
  24. ১/২ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    কোফতা র জন্যে ফুলকপি, গাজর,বিন্স, প্রথমে মেখে তাতে ব্যাসন দিয়ে আদা বাটা দিয়ে,নুন,চিনি,অল্প ধনে পাতা দিয়ে মেখে একটা মন্ড করতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে তেল দিতে হবে,

  3. 3

    তেল গরম হলে তাতে ওই কোফতা গুলো ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর ওই তেল এ গোটা জিরা দিয়ে,তারপর কাচা মরিচ,তেজপাতা ফোড়ন হিসাবে দিতে হবে।

  5. 5

    এরপর তাতে কুচনও পিয়াজ দিয়ে ভেজে,তাতে আদা রসুন বাটা দিতে হবে।

  6. 6

    তারপর মসলা কষানো হলে তাতে আস্তে আস্তে ধনে গুঁড়ো,হলুদ,লঙ্কা গুঁড়ো,স্বাদ মত নুন দিতে হবে।

  7. 7

    এরপর মসলা কষে গেলে তাতে কোফতা গুলো দিয়ে, জল দিতে হবে এবং অল্প ধনে পাতা কুচি দিতে হবে।

  8. 8

    আস্তে আস্তে জল টেনে আসলে তাতে চিনি,গরম মসলা গুঁড়ো,র ঘী দিয়ে নাবিয়ে দিতে হবে,এবং শেষে ধনে পাতা দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata
রান্না করে এবং রান্না খাইয়ে যা তৃপ্তি তা আর কোথাও নেই, আমার ভালোবাসা
আরও পড়ুন

Similar Recipes