কুমড়োর ছক্কা (kumror chokka recipe in bengali)

Soma Pal
Soma Pal @shyamoli

#GA4
#week11
এই সপ্তাহে ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি পামকিন ।

কুমড়োর ছক্কা (kumror chokka recipe in bengali)

#GA4
#week11
এই সপ্তাহে ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি পামকিন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ৩০০গ্ৰাম কুমড়ো
  2. ২টি আলু
  3. ১ টেবিল চামচ আদা বাটা
  4. ১ চা চামচ জিরা গুঁড়ো
  5. ১ চা চামচ ধনে গুঁড়ো
  6. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  8. ১ টা তেজপাতা
  9. ১ চা চামচ চিনি
  10. স্বাদ মতো নুন
  11. প্রয়োজন মতোতেল
  12. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ কাপ ভেজানো ছোলা
  14. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কুমড়ো ও আলু গুলো কেটে নিতে হবে।

  2. 2

    এবার কড়ায়েই তেল গরম করে তাতে ১ চা চামচ চিনি দিয়ে লালচে রঙ হলে পাঁচফোড়ন ও তেজপাতা দিতে হবে।

  3. 3

    এরপর কুমড়ো ও আলু কাটা আর ভেজানো ছোলা গুলো দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।ভাজা হলে তাতে হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আদা বাটা স্বাদ মতো নুন দিয়ে কষতে হবে।

  4. 4

    কষা হলে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Pal
Soma Pal @shyamoli

Top Search in

Similar Recipes