ছোলা দিয়ে কুমড়োর ছক্কা (chola diye kumror chokka recipe in Bengali)

Arpita Banerjee Chowdhury
Arpita Banerjee Chowdhury @cook_25575199

#Nc
আমার কুমড়ো ভীষন প্রিয়।আলু র কুমড়ো দুটোতেই কার্বোহাইড্রেট আছে।কুমড়ো তে ১২ গ্রাম মতো আর আলু তে ফুল স্টার্চ যা কার্বোহাইড্রেট।যা আমাদের এনার্জি জন্যে ভীষন প্রয়োজন।

ছোলা দিয়ে কুমড়োর ছক্কা (chola diye kumror chokka recipe in Bengali)

#Nc
আমার কুমড়ো ভীষন প্রিয়।আলু র কুমড়ো দুটোতেই কার্বোহাইড্রেট আছে।কুমড়ো তে ১২ গ্রাম মতো আর আলু তে ফুল স্টার্চ যা কার্বোহাইড্রেট।যা আমাদের এনার্জি জন্যে ভীষন প্রয়োজন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘন্টা
২ জন
  1. ১৫০ গ্রাম কুমড়ো টুকরো করে কাটা
  2. ২ টো আলু টুকরো করে কাটা
  3. ১ মুঠো ভেজানো ছোলা
  4. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২ টি কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ চিনি
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. পরিাণমতো সর্ষের তেল
  11. ১টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘন্টা
  1. 1

    কড়া তে তেল দিয়ে পাঁচফোড়ন ও তেজপাতা দিন।কাচা লঙ্কা দিয়ে দিন।

  2. 2

    আলু টুকরো গুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিন।ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখুন।এরপর কুমড়ো ও ছোলা গুলো দিয়ে দিন।ভালো করে জিরে গুঁড়ো দিয়ে ভাজুন।

  3. 3

    চিনি দিয়ে জল ঢেলে দিন পরিমাণ মতো।জল একটু কম দিতে হবে।সিম আঁচে রাখুন।আলু কুমড়ো ছোলা সেদ্ধ হয়ে গেলে ইকটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করুন।

  4. 4

    রুটি/পরোটা/লুচি/ডালভাত এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Banerjee Chowdhury

Similar Recipes