ফুলকপি আলু ডিমের ঝোল (phulkopi alu dimer jhol recipe in bengali)

Eshan Bhaskar
Eshan Bhaskar @cook_27737017

ফুলকপি আলু ডিমের ঝোল (phulkopi alu dimer jhol recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 সারভিংস
  1. 2টেবিল চামচ কুচানো পেঁয়াজ
  2. 1টেবিল চামচ কুচানো আদা রসুন
  3. 8 পিসফুলকপি
  4. 3 পিসআলু
  5. 4 টিডিম
  6. 1 টাটমেটো
  7. 1 চা চামচজিরা গুঁড়ো
  8. 1/2 চা চামচধনে গুঁড়ো
  9. 1 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  11. স্বাদমতোনুন
  12. 1 চা চামচজিরা
  13. 1 টিতেজপাতা
  14. পরিমাণমতো জল
  15. 3টেবিল চামচ সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    আলু,ফুলকপি ও ডিম সেদ্ধ করে নিতে হবে, কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে সেদ্ধ ডিম গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে

  2. 2

    এবার বাকি তেল দিয়ে তাতে জিরা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে রসুন ও আদা দিয়ে ভাজতে হবে

  3. 3

    সবটা ভালো করে ভাজা হলে তাতে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে

  4. 4

    তারপর মসলা এর মধ্যে আলু ও ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে

  5. 5

    জল ফুটে উঠলে তাতে ডিমগুলো দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে

  6. 6

    তারপর সবটা রান্না হয়ে গেলে একটি বাটিতে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Eshan Bhaskar
Eshan Bhaskar @cook_27737017

Similar Recipes