নতুন আলু ও ফুলকপি দিয়ে ডিমের ঝোল (dimer jhol recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#WV
শীতের মরশুমে নতুন আলুর যে কোনো তরকারি খেতে খুব ভাল লাগে,তার সঙ্গে শীতের সবজি তো আছেই। আজ দুপুরে আমার আহারে স্পেশাল ডিশ ছিল নতুন আলু ও ফুলকপি দিয়ে ডিমের ঝোল।

নতুন আলু ও ফুলকপি দিয়ে ডিমের ঝোল (dimer jhol recipe in Bengali)

#WV
শীতের মরশুমে নতুন আলুর যে কোনো তরকারি খেতে খুব ভাল লাগে,তার সঙ্গে শীতের সবজি তো আছেই। আজ দুপুরে আমার আহারে স্পেশাল ডিশ ছিল নতুন আলু ও ফুলকপি দিয়ে ডিমের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০/৩৫ মিনিট।
২/৩ জন।
  1. ১০ টুকরো ছাড়ানো ফুলকপি
  2. ৯ টা ছোট নতুন আলু দুই টুকরো করে কেটে নেওয়া
  3. ৫ টা ডিম সেদ্ধ
  4. ১ কাপপেয়াঁজ কুচানো
  5. ১/২ কাপটমেটো কুচি
  6. ১/২ কাপমটরশুঁটি
  7. ১টেবিল চামচ ধনে পাতা কুচি
  8. ১/২কাপ সর্ষের তেল
  9. ১/২টেবিল চামচ চিনি
  10. স্বাদ মতলবণ
  11. ১ টুকরো (১/২ ইঞ্চি)গোটা দারচিনি
  12. ২টিগোটা তেজপাতা
  13. ৩ টেথেঁতো এলাচ
  14. ৪ টে লবঙ্গ
  15. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  16. ১/২টেবিল চামচ লাল কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  17. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  18. ৪ টে গোটা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০/৩৫ মিনিট।
  1. 1

    প্রথমে আলু টুকরো করে কেটে নিলাম। ফুলকপি ছাড়িয়ে নিলাম। সবকিছু ভালো করে ধুয়ে নিলাম। হাতের কাছে উপকরণ গুলি রাখলাম।

  2. 2

    পেয়াঁজ কুচানো ও টমেটো একসঙ্গে মিশিয়ে নিলাম। পেয়াঁজ ও টমেটো মিক্সিতে পেস্ট করে নিলাম ।

  3. 3

    গ্যাস ওভেন জ্বালালাম,মাঝারি আঁচে রান্নার জন্য কড়াই বসালাম। কড়াই গরম হলে তেল ঢেলে দিলাম।আলু, ফুলকপি ও ডিম প্রয়োজন মতো লবণ ও হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম।

  4. 4

    অবশিষ্ট তেলে তেজ পাতা,এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। নাড়া চাড়া করে সুগন্ধ বেরোলে পেয়াঁজ বাটা র মিশ্রণ টি ঢেলে দিলাম। এবার ভালো করে কষে নিলাম। সমস্ত রকম মশলা ও আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে আবার কষে নিলাম তারপর ভাজা আলু ও ফুলকপি দিয়ে দিলাম। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিলাম।

  5. 5

    মটর শুঁটি ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মত জল দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম।

  6. 6

    ভালো করে মিশিয়ে নিলাম, ফুটতে দিলাম। হাতের কাছে ধনে পাতা কুচি রাখলাম।

  7. 7

    ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ঝোল সামান্য গাঢ় হয়ে এলে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিলাম।

  8. 8

    আমার রান্না কমপ্লিট। অন্য একটি পাত্রে ঢেলে দিলাম। পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes