চিকেন সিঙ্গারা (chicken singara recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020

চিকেন সিঙ্গারা (chicken singara recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১-১ঃ১৫ ঘন্টা
১২-১৪জনেরজন্য
  1. ১৫০গ্রাম চিকেন
  2. ৩০০গ্রাম ময়দা
  3. ৩টি আলু
  4. ১টি পেঁয়াজ
  5. ৭-৮টি রসুনের কোয়া
  6. ১/২ ইঞ্চি" আদার টুকরো
  7. স্বাদ অনুযায়ীনুন,চিনি ও শুকনো লঙ্কা গুঁড়ো
  8. ২ চা চামচ টোমেটো সস
  9. ১ চা চামচ গোলমরিচ
  10. পরিমাণ মতোঅল্প কড়াইশুঁটি
  11. ১/৩ কাপ সাদা তেল
  12. ৩-৪টি কাঁচালঙ্কা ও অল্প ধনেপাতা
  13. ১/৪চা চামচ বেকিং পাউডার
  14. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

১-১ঃ১৫ ঘন্টা
  1. 1

    চিকেন সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে রাখতে হবে।

  2. 2

    আলু সেদ্ধ করে টুকরো করে রাখতে হবে।পেয়াজ,রসুন, আদা, কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে ১১/২ চামচ তেল গরম করে এতে রসুনকুচি, আদাকুচি দিতে হবে।একটু ভাজা হলে পেয়াজ কুচিগুলো দিতে হবে।এরপর আলুর টুকরো ও কড়াইশুঁটি দিয়ে ভাজতে হবে।এতে স্বাদ অনুযায়ী নুন,চিনি ও লঙ্কা গুঁড়ো দিতে কষাতে হবে ঢিমে আঁচে।

  4. 4

    কষানো হয়ে গেলে চিকেনের টুকরো দিয়ে দিতে হবে।ভালো করে ভাজা হলে গোলমরিচ গুঁড়ো ও ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    ময়াম,বেকিং পাউডার, নুন, চিনি ও জল দিয়ে ময়দা মেখে সাদা তেল মাখিয়ে রাখতে হবে আধঘন্টার মতো।

  6. 6

    ময়দা থেকে ছোট ছোট গোলা বানিয়ে রাখতে হবে।

  7. 7

    গোলা লম্বাভাবে বেলে মাঝখান থেকে কেটে সিঙ্গারা আকারে বানিয়ে এরমধ্যে চিকেনের পুর ভরে নিচের অংশ জল বুলিয়ে বন্ধ করে দিতে হবে।

  8. 8

    বানানোর আধঘন্টার পর গরম তেলে ভেজে নিয়ে সস দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Mandal Banerjee

মন্তব্যগুলি

Similar Recipes