সিঙ্গারা (singara recipe in Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

#ভাজার রেসিপি
#আমিরান্নাভালোবাসি
সবার প্রিয় এই সিঙ্গারা ,সন্ধ্যের জলখাবার হোক বা বাড়িতে কোনো অতিথির সমাগমে হোক,এর তুলনা অপরিহার্য

সিঙ্গারা (singara recipe in Bengali)

#ভাজার রেসিপি
#আমিরান্নাভালোবাসি
সবার প্রিয় এই সিঙ্গারা ,সন্ধ্যের জলখাবার হোক বা বাড়িতে কোনো অতিথির সমাগমে হোক,এর তুলনা অপরিহার্য

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2জন
  1. 2 কাপময়দা
  2. স্বাদ মতোনুন
  3. পরিমান মতোসাদা তেল
  4. 3টেবিল চামচ চিনে বাদাম
  5. 1 টিআলু বড় মাপের
  6. 1টেবিল চামচ পাঁচ ফোরণ
  7. 1 ইঞ্চিআদা
  8. 2 টিকাঁচালঙ্কা
  9. 2 টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    ময়দা টা নুন,একটু তেল আর উষ্ম গরম জল দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে রাখতে হবে 10মিনিট ।

  2. 2

    তারপর আলু সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে।

  3. 3

    শুকনো প্যান এ পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে হামাল দিস্তা তে একটু থেঁতো করে নিতে হবে,বেশি মিহি করে না।

  4. 4

    অন্য দিকে আদা আর কাঁচা লঙ্কাও থেঁতো করে নিতে হবে।

  5. 5

    প্যান এ বাদাম গুলো একটু ভেজে থেঁতো করা পাঁচফোড়ন,আদা কাঁচালঙ্কা দিয়ে একটু নেড়ে ছোটো করে কেটে রাখা আলু আর নুন দিয়ে কষে নামিয়ে নিতে হবে,তৈরি পুর।

  6. 6

    এবার আগে মেখে রাখা ময়দার ডো থেকে ছোটো করে লেচি বেলে নিয়ে মধ্যে খান থেকে ছুরি দিয়ে কেটে হাফ করে নিতে হবে।

  7. 7

    এবার ওই হাফ লুচি হাতের মধ্যে রেখে আলুর পুর ভোরে তিন কোনা মাপের করে সাইড টা জল লাগিয়ে মুড়ে দিতে হবে।

  8. 8

    তারপর করাই তে তেল গরম করে এক এক টা সিঙ্গারা ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

Similar Recipes