ভেটকি রসা(Bhetki rosa recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

ভেটকি রসা(Bhetki rosa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৬জন
  1. ৬টুকরো ভেটকি মাছের
  2. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ২চা চামচ লঙ্কার গুঁড়ো
  4. ১/২ চা চামচ কালো জিরে
  5. স্বাদ মতো নুন
  6. ১/২কাপ ধনেপাতা কুচি
  7. পরিমান মত তেল
  8. ৬-৭টি কাঁচা লঙ্কা চিরে রাখা
  9. ১/৪ চা চামচ দারচিনি বাটা
  10. ১/২ কাপ জল ঝরানো টক দই
  11. পরিমাণমতোজল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    প্রথমে ভেটকি মাছের নুন হলুদ মাখিয়ে ভেজে রাখুন।

  2. 2

    তারপর ওই তেলের মধ্যে প্রথমে কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোঁড়ন দিন। তারপর হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো দিন। তারপর অল্প অল্প করে জল দিয়ে মসলা কষাতে থাকুন।

  3. 3

    এরপর দারচিনি বাটা ও আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে কষাতে থাকুন।

  4. 4

    তারপর স্বাদমতো নুন ও পরিমাণমতো জল দিন। জল ফুটতে শুরু করলে এর মধ্যে মাছ গুলো তুলে দিন। এবার কোচানো ধনেপাতা গুলো দিয়ে দিন।

  5. 5

    মাখা মাখা হলে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

Similar Recipes