রাবড়ি গুলাবজামুন (rabri gulabjamun recipe in Bengali)

Chhanda Guha
Chhanda Guha @cook_26547648

#GA4
#week18
এ সপ্তাহের ধাঁধা থেকে আমি গুলাবজাম বেছে নিয়েছি, কারণ আমি মিষ্টি প্রেমি আর এই রাবড়ি গুলাবজামুন আমার ভীষণ প্রিয় একটি মিষ্টি , অসাধারণ স্বাদের এই মিষ্টি টি হয়ত আপনারা অনেকেই খেয়েছেন, তবে আজ আমি আমার মতো করে তৈরি করা রেসিপি টা আপনাদের সাথে শেয়ার করলাম।।

রাবড়ি গুলাবজামুন (rabri gulabjamun recipe in Bengali)

#GA4
#week18
এ সপ্তাহের ধাঁধা থেকে আমি গুলাবজাম বেছে নিয়েছি, কারণ আমি মিষ্টি প্রেমি আর এই রাবড়ি গুলাবজামুন আমার ভীষণ প্রিয় একটি মিষ্টি , অসাধারণ স্বাদের এই মিষ্টি টি হয়ত আপনারা অনেকেই খেয়েছেন, তবে আজ আমি আমার মতো করে তৈরি করা রেসিপি টা আপনাদের সাথে শেয়ার করলাম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জনের জন্য
  1. ১.৫কাপ আমুল গুঁড়ো দুধ
  2. ২ কাপ চিনি
  3. ৩ টেবিল চামচ ময়দা
  4. ৩ টেবিল চামচ টক দই
  5. ৪ টেবিল চামচ ঘি
  6. ৪ টেছোট এলাচ
  7. ১ লিটার দুধ
  8. ১/২ কাপ মিল্কমেড
  9. ২ চিমটি বেকিং সোডা
  10. পরিমাণ মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সমস্ত উপকরণ গুছিয়ে নিতে হবে, তারপর চিনির সিরা তৈরি করে নিতে হবে, দুকাপ চিনি আর তিন কাপ জল আর এলাচ দিয়ে, সিরা একদম পাতলা হবে না, সিরা ভালো করে ফুটে উঠলে দু চামচ দুধ দিয়ে ফুটালে চিনির নোংরা টা উপরে ভেসে উঠলে সেটা চামচ দিয়ে কেটে ফেলে দিতে হবে, তাহলে সিরা একদম স্বচ্ছ থাকবে।।

  2. 2

    উপরোক্ত পরিমাণ অনুযায়ী গুড়ো দুধ, বেকিং সোডা, ময়দা আর ঘী দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপর টক দই দিয়ে, মাখাতে প্রয়োজনে সামান্য একটু দুধ লাগতে পারে, একদম নরম করে আঠালো মতো হবে, তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।।

  3. 3

    তারপর হাতে ঘী মেখে বল তৈরি করে, সাদা তেলের সাথে দু টেবিল চামচ ঘী মিশিয়ে হালকা গরম হতেই একসাথে সব গুলাবজামুন গুলো ছেড়ে হালকা আঁচে সময় নিয়ে ভাজতে হবে, লাল করে।।

  4. 4

    তারপর সিরা টা আবার একটু গরম করে, হালকা ঠান্ডা গুলাবজামুন গুলো সিরা তে ছাড়তে হবে, তারপর ৫ মিনিট ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    এবার রাবড়ির জন্য ভালো করে দুধ ফুটিয়ে তাতে, গুড়ো দুধ, এলাচ গুঁড়ো আর মিল্কমেড দিয়ে রাবড়ি তৈরি করে নিতে হবে, আমি ড্রাই ফ্রুটস হিসেবে শুধু পেস্তা ব্যাবহার করেছি। আপনারা অন্যান্য ড্রাইফ্রুটস ব্যবহার করতে পারেন।

  6. 6

    তারপর সার্ভিং বোলে প্রথমে রাবড়ি দিয়ে তার উপরে গুলাবজামুন রেখে পেস্তা দিয়ে সাজিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Guha
Chhanda Guha @cook_26547648

মন্তব্যগুলি (7)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস আর অনুসরণ দিও
তোমার রেসিপি ও দারুন

Similar Recipes