পাবদা সর্ষে পোস্ত(Pabda sorshe posto recipe in Bengali)

Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

#ফেব্রুয়ারি২

পাবদা মাছ খুবই সুস্বাদু একটি মাছ। কাঁটা বাছা-বাছির ঝঞ্ঝাট নেই।

পাবদা সর্ষে পোস্ত(Pabda sorshe posto recipe in Bengali)

#ফেব্রুয়ারি২

পাবদা মাছ খুবই সুস্বাদু একটি মাছ। কাঁটা বাছা-বাছির ঝঞ্ঝাট নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪জন
  1. ৪ টে পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা
  2. ৮-১০ টা কাঁচা লঙ্কা
  3. স্বাদ মতনুন
  4. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  6. ১/৪ চা চামচ চিনি (ঐচ্ছিক)
  7. ১ চা চামচ ধনেপাতা কুচি
  8. ১/২ চা চামচ কালো জিরে
  9. প্রয়োজন মতসর্ষে তেল
  10. ২ টেবিল চামচ হলুদ সর্ষে
  11. ২.৫ টেবিল চামচ পোস্ত
  12. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    মাছ গুলোকে প্রথমে নুন, হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষন।

  2. 2

    এরপর কড়াই বেশ ভালো করে গরম করে তাতে প্রয়োজন মত তেল দিয়ে গরম হলে দুটো, দুটো করে মাছ দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। কিন্তু কড়া করে ভাজা চলবে না এবং একসাথে বেশি মাছ ও ভাজা যাবে না, তাহলে ভেঙ্গে যেতে পারে।

  3. 3

    এবার একটা শুকনো মিক্সি তে জল ছাড়া পোস্ত গুঁড়ো করে তারপর সরষে দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে এবার ৬-৭ টা কাচা লঙ্কা আর প্রয়োজন মত জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কড়াই এর গরম তেলে কালো জিরে আর দুটো চেরা কাচা লঙ্কা ফোড়ন দিয়ে মিক্সীর পেস্ট করাইতে দিয়ে ভালো করে নেড়ে মিক্সী ধুয়ে একটু জল দিয়ে এবার স্বাদ মত নুন,চিনি, শুঁকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুরো দিয়ে ভালো করে মিশিয়ে প্রয়োজন মত জল দিয়ে ফুটতে দিতে হবে। ঝোল টা ফুটে উঠলে মাছ ভাজা গুলো দিয়ে ভালো করে দূপিঠে ঝোল লাগিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিয়ে যতটা প্রয়োজন গ্রেভি রেখে ধনেপাতা কুচি দিয়ে সবকিছু মিশিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৫মিনিট।

  5. 5

    ঢাকা খুলে মাছ নামিয়ে ওপর দিয়ে একটু ধনেপাতা আর কাচা লঙ্কা দিয়ে সাজিয়ে(অপশনাল) গরম গরম পরিবেশন করা হয় দারুন টেস্টি পাবদা সরষে পোস্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

Similar Recipes