নিরামিষ ছানা - পালং এর কাটলেট (Niramish chana palak cutlet recipe in Bengali)

আমি পূর্ণ
আমি পূর্ণ @cook_29097396

নিরামিষ ছানা - পালং এর কাটলেট (Niramish chana palak cutlet recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৩০মিনিট
৬ জন
  1. ১ আঁটি পালং শাক
  2. ২০০ গ্রাম ছানা
  3. ১ টা বড় আলু
  4. ২ টেবিল চামচ কসুরি মেথি পাতা গুঁড়ো
  5. ৪ চা চামচভাজা মশলা(গোটা জিরে,ধনে, গরম মশলা শুকনো আঁচে ভেজে গুঁড়ো)
  6. ৪ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ২ টেবিল চামচ লঙ্কার গুঁড়া
  8. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  9. ১/২ টেবিল চামচ হিং পাউডার
  10. ২ টেবিল চামচ আদা বাটা
  11. ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  12. পরিমাণ মতনুন ও চিনি
  13. পরিমাণ মতবিস্কুটের গুঁড়া
  14. ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো
  15. ৮ টেবিল চামচ অ্যারারুট
  16. ২ টেবিল চামচ ময়দা
  17. পরিমাণ মতসর্ষে ও রিফাইন তেল
  18. পরিমাণ মতধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৩০মিনিট
  1. 1

    আলু ও পালং শাক প্রথমে প্রেসার কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবারে সেদ্ধ টা ঠান্ডা করে ছানা সহযোগে সেদ্ধ আলু ও পালং শাক ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    এবার কড়াই তে সর্ষের তেল গরম করে গ্যাস সিমে করে তাতে আদা বাটা, হিং ফোড়ন দিয়ে একটু নেড়ে তাতে ঐ মেখে রাখা ছানা - পালং - আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।এবার নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া,চিনি, মরিচ গুঁড়ো, ভাজা মশলা, কসুরি মেথি পাউডার দিয়ে ভালো করে নেড়ে তারপর পোস্ত বাটা দিয়ে ভালো করে কষে কাটলেট এর ছই তৈরী করতে হবে। ছই টা তলা ধরে এলে তাতে ময়দা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছই টা টাইট করতে হবে। গ্যাস অফ করে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে। ছই টা ধনেপাতা দিয়ে মেখে নিতে হবে।

  4. 4

    এবার ঐ ছই থেকে কাটলেট এর আকার গড়ে নিয়ে রাখতে হবে। এবার একটি পাত্রে অ্যারারুট ও কর্ণ ফ্লাওয়ার গুলে তাতে ঐ কাটলেট এর ছাঁচ ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে একটি পাত্রে রেখে সেই পাত্র টি পাখা বা এসি র তলায় রেখে দিতে হবে ৪৫ মিনিট।

  5. 5

    এরপর দু - রকম তেল মিশিয়ে কড়াইতে দিয়ে গরম করে গ্যাস সিমে করে কাটলেট গুলো ছেড়ে দিতে হবে। এক পিঠ ভালো করে ভেজে অপর পিঠ ভালো করে ভাজতে হবে। উভয় পিঠ ভাজা হয়ে গেলে কাটলেট গুলো তেল ঝরিয়ে নামিয়ে একটি পাত্রে রাখতে হবে। এবার ধনেপাতার চাটনি বা সস দিয়ে জমে যাবে নিরামিষ ছানা - পালং এর কাটলেট।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
আমি পূর্ণ

Similar Recipes