আলুকাবলী (alookabli recipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#streetology
কলকাতার রাস্তার অসিতে-গলিতে যেসব মুখোরোচক খাবার পাওয়া যায় তার মধ্যে আলুকাবলি এক অন্যতম নাম ।

আলুকাবলী (alookabli recipe in Bengali)

#streetology
কলকাতার রাস্তার অসিতে-গলিতে যেসব মুখোরোচক খাবার পাওয়া যায় তার মধ্যে আলুকাবলি এক অন্যতম নাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ মিনিট
৩ জন
  1. ৪ টি সেদ্ধ আলু (কিউব করে কাটা)
  2. ১ কাপ সেদ্ধ ছোলা
  3. ১/২ কাপ পেয়াজ কুচো
  4. ১/৪ কাপ শসা কুচো
  5. ১/৪ কাপ কাঁচা লঙ্কা কুচি
  6. ১/২ কাপ তেঁতুল জল
  7. ১ টেবিল চামচ চীনে বাদাম
  8. ১ টেবিল চামচ লাল লংকা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো
  10. ১/৪ পাতিলেবুর রস
  11. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে কিউব করে কাটা ৪ টি সিদ্ধ আলু নিতে হবে । এবার তাতে ১ কাপ সিদ্ধ ছোলা ও ১/২ কাপ পেয়াজ কুচো দিতে হবে ।

  2. 2

    তারপর ১/৪ কাপ শসা কুচো, ১/৪ কাপ কাঁচা লংকা কুচো ও ১ টেবিল চামচ চিনে বাদাম মেশাতে হবে ।

  3. 3

    এরপর ১ টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ লাল লংকা গুঁড়ো ও স্বাদমতো নুন দিতে হবে ।

  4. 4

    সবশেষে ঐ মিশ্রণে ১/২ কাপ তেতুল জল ও ১/৪ পাতিলেবুর রস দিয়ে ভাল করে সব উপকরণগুলো মাখতে হবে যাতে প্রতিটি মশলা সিদ্ধ আলুর টুকরোতে লেগে যায় ।এবার তৈরী করা আলুকাবলি বাটি করে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes