চানা ঘুগনি (chana ghugni recipe in Bengali)

Rina Khan
Rina Khan @Rinajhilthoi

#streetlogy
যখন স্কুলে পড়তাম তখন টিফিন মানেই আলু মটরের ঘুগনি আর ফুলুরি।গ্রামের দিকে তখন এগুলোরই চল ছিলো। তাই এই ঘুগনি, পকোড়া এই সব বানাতে গেলে স্কুল জীবনের কথা মনে পড়ে যাই

চানা ঘুগনি (chana ghugni recipe in Bengali)

#streetlogy
যখন স্কুলে পড়তাম তখন টিফিন মানেই আলু মটরের ঘুগনি আর ফুলুরি।গ্রামের দিকে তখন এগুলোরই চল ছিলো। তাই এই ঘুগনি, পকোড়া এই সব বানাতে গেলে স্কুল জীবনের কথা মনে পড়ে যাই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4-5জনের জন্য
  1. 250 গ্রামচানা।(ভেজানো 3-4ঘন্টা)
  2. 2 টোমিডিয়াম সাইজ আলু।ডুমো করে কাটা
  3. 2টি কাঁচালঙ্কা
  4. 1টিটমেটো কুচানো
  5. 1টাপেঁয়াজ কুচি বড়ো পেঁয়াজ
  6. 1টেবিল চামচআদা বাটা
  7. 1চা চামচজিরে বাটা (গুঁড়ো)
  8. 1চা চামচধনেগুঁড়ো
  9. 1টেবিল চামচরসুন বাটা
  10. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো(যে যেমন ঝাল পছন্দ করে)
  11. স্বাদমতোবিট লবণ
  12. স্বাদমতোলবণ
  13. 1/2 চা চামচচিনি
  14. 2টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে আলু কেটে ধুয়ে নিলাম । প্রেসার কুকারে আলু ও চানা সেদ্ধ করে নিলাম লবণ দিয়ে । ফুল ফ্লেমে একটা সিটি, আর সিমএ একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে ।

  2. 2

    এবার কড়াই তে তেল গরম করে একটু চিনি দিলাম চিনি লাল হলে তাতে পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নের গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি গুলোএকটু লাল করে ভেজে নিয়ে তাতে আদাবাটা, জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো (optional)অল্প জল দিয়ে ভালো করে কাষিয়ে নিলাম ।

  3. 3

    এবার আগের থেকে সেদ্ধ করে রাখা আলু ও চানা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে অল্প বিটলবন দিয়ে নাবিয়ে নিলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Khan
Rina Khan @Rinajhilthoi

Similar Recipes