হানিলেমন এগ্ পাস্তা (Honeylemon egg pasta recipe in bengali)

Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

হানিলেমন এগ্ পাস্তা (Honeylemon egg pasta recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ১ কাপ পাস্তা
  2. ২ টি ডিম
  3. ১চা চামচ ওরেগানো
  4. ১ চা চামচ অল পারপাস্ সিজনিং মশলা
  5. ৩ চা চামচমধু
  6. ২ টি লেবুর রস
  7. স্বাদমতোনুন
  8. ২ চা চামচসাদা তেল
  9. ১ টা চিজ ব্লক
  10. ২ চা চামচটমেটো সস্
  11. ২ চা চামচ ধনেপাতা কুচি
  12. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পাস্তা সেদ্ধ করে জল ঝড়িয়ে রাখতে হবে। ডিম টা কে ভেজে টুকরো করে নিতে হবে।

  2. 2

    এবার ননস্টিক্ প্যানে তেল দিয়ে, গরম হলে পাস্তা দিতে হবে। তারপর নুন দিয়ে দিতে হবে ও একটু নেড়ে ঢেকে দিতে হবে।

  3. 3

    তার পর ঢাকা খুলে ওরেগানো ও সিজনিং মশলা টা দিতে হবে। তারপর একে একে মধু ও লেবুর রস টা দিতে হবে, তারপর গোলমরিচ গুরো দিতে হবে। তারপর ভেজে রাখা ডিম দিতে হবে।

  4. 4

    এবার সব কিছু ভাল করে মিশিয়ে নেড়ে একটা প্লেটের ওপর নামিয়ে নিতে হবে। তারপর ওপর দিয়ে চিজ, সস্ ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

Similar Recipes