এগ পাস্তা(Egg Pasta recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

#GA4
#week12
এই সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি বিনস্।

এগ পাস্তা(Egg Pasta recipe in Bengali)

#GA4
#week12
এই সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি বিনস্।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 1 প্যাকেটপাস্তা
  2. 1 টাগাজর
  3. 8-10 টাবিনস্
  4. 7-8 টামটরশুঁটি
  5. 1 টাক্যাপ্সিকাম
  6. 1 টাটমেটো কুচি
  7. 2 টোকাঁচা লঙ্কা কুচি
  8. 1 ইঞ্চিআদা কুচি
  9. 1 টাপিঁয়াজ কুচি
  10. 1/2 চা চামচলবণ
  11. 1টেবিল চামচ বাটার/মাখন
  12. 1টেবিল চামচ টমেটো সস
  13. 1টেবিল চামচ পাস্তা মশলা
  14. 1 টাডিম
  15. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  16. 1টেবিল চামচ তেল
  17. 1 কাপগরম জল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে জল গরম করে তাতে লবণ দিয়ে পাস্তা টা 3/4 মিনিট সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। সব সবজি গুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে আদা, পিঁয়াজ, লঙ্কা কুচি ভেজে নিতে হবে।তারপর সবজি গুলো দিয়ে তাতে লবণ দিয়ে ঢাকা দিয়ে হালকা ভেজে নিতে হবে।

  3. 3

    ভাজা হলে ডিম দিয়ে সবজির সাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে।

  4. 4

    এবার গরম জল, পাস্তা মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে। জল ফুটে উঠলে পাস্তা গুলো দিয়ে দিতে হবে।

  5. 5

    জল টা একটু কমে এলে টমেটো সস আর বাটার দিয়ে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    শেষে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes