সোয়া চিকেন স্যান্ডউইচ (soya chicken sandwich recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

সোয়াবিন এর প্রতি ভক্তি খুব একটা থাকে না কারোর, এমনি আমার বাড়িতেও নেই,সেই কারণে আমি এভাবে অল্প একটু চিকেন ও সোয়াবিন দিয়ে বানিয়ে ফেললাম সকালের প্রাতরাশ ,(স্যান্ডউইচ)

সোয়া চিকেন স্যান্ডউইচ (soya chicken sandwich recipe in Bengali)

সোয়াবিন এর প্রতি ভক্তি খুব একটা থাকে না কারোর, এমনি আমার বাড়িতেও নেই,সেই কারণে আমি এভাবে অল্প একটু চিকেন ও সোয়াবিন দিয়ে বানিয়ে ফেললাম সকালের প্রাতরাশ ,(স্যান্ডউইচ)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিটস
৪জন
  1. ৮ স্লাইস বড় পাউরুটি
  2. ৪ টিচীজ কিউব
  3. ১ চা চামচ মাখন
  4. ১০০গ্রামচিকেন ও সোয়াবিন
  5. ১টা পেঁয়াজ
  6. স্বাদ মতকাঁচা লঙ্কা কুচি
  7. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  8. ১/২ চা চামচআদা ও রসুন বাটা
  9. স্বাদ মতনুন
  10. ১ চা চামচসোয়া সস

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিটস
  1. 1

    একটু বড় ধরনের পাউরুটি,মাখন,চীস কিউব নিতে হবে।

  2. 2

    চিকেন ও সোয়াবিন (একটু গরম জলে ভাপানো) আদা,রসুন,সোয়াসস দিয়ে ভালো করে পেস্ট করে সেটা কড়াইতে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিতে হবে পিঁয়াজ, লঙ্কা ও ধনে পাতা কুচি।

  3. 3

    মাখন একটু গলিয়ে নিতে হবে যাতে খুব সহজে অয়েল ব্রাশ করা যায়।

  4. 4

    পাউরুটি একটু ত্রিকোণ করে কেটে নিয়ে তাতে ভালো করে মাখন লাগিয়ে নিতে হবে।

  5. 5

    এবার তার উপর চিকেন ও সোয়াবিন পুর টা দিয়ে তার উপর চীস গ্রেড করে দিতে হবে।

  6. 6

    ভালো করে ফ্রাইং প্যানে দিয়ে এপিট ওপিট করে তুলে নিতে হবে।

  7. 7

    এবার মনের মতো করে সাজিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।বাড়ির সকলে মিলে খুব মজা করে খাবেন।করে দেখার অনুরোধ রইলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes