চিকেন পকোড়া (chicken pakoda recipe in Bengali)

Saheli Ghosh
Saheli Ghosh @sahelighosh

চিকেন পকোড়া (chicken pakoda recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জনের জন্য
  1. ২০০ গ্রাম চিকেন
  2. ২ টো ডিম
  3. ১/২ কাপ কর্নফ্লাওয়ার
  4. স্বাদমতোনুন ও চিনি
  5. ১ কাপ সাদা তেল
  6. স্বাদমতোলঙ্কার গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ গরম মশলা
  9. ৩ চা চামচধনে পাতা কুচি
  10. ১ টা পেঁয়াজ কুচি
  11. ২ চা চামচ রসুন ও আদা কুচি
  12. ২ চা চামচ ভিনিগার

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    একটা বাটিতে চিকেন, ভিনিগার,২ টো ডিম, কোন ফ্লোয়ার, আদা ও রসুন কুচি নুন, মিষ্টি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুড়া দিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে পিয়াজ কুচি গুলো ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে রাখতে হবে।

  3. 3

    ম্যারিনেট চিকেন সঙ্গে বেরেস্তা ও গরম মশলা ও ধনে পাতা কুচি আবারো মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট।

  4. 4

    কড়াইতে তেল গরম করতে দিতে হবে।এবার একে একে চিকেন পিস গুলো ডুব তেলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে।

  5. 5

    একটা পাত্রে ফ্রাইড চিকেন পকোরা গুলো ভালো করে সাজিয়ে টমেটো সস ও চিলি সসের সঙ্গে পরিবেশন করুন চিকেন পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Ghosh
Saheli Ghosh @sahelighosh

Similar Recipes