সরষে চিংড়ি (Sorshe chingri recipe in Bengali)

মিনু রায় পূজা
মিনু রায় পূজা @cook_31285061

সরষে চিংড়ি (Sorshe chingri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা সময়
ছয়জন জন্য
  1. 750গাম চিংড়ি
  2. 4 টেবিল চামচসরষের তেল
  3. স্বাদমত কাঁচালঙ্কা আর নুন
  4. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  5. 1 টেবিল চামচ সরষে বাটা
  6. 1 টি পেঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা সময়
  1. 1

    পথমে চিংড়ি মাছ গুলো কে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ধোঁয়া হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে

  2. 2

    তার পরে একটা করাইতে তেল গরম। করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে

  3. 3

    চিংড়ি মাছ গুলো কে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে নামিয় নিতে হবে

  4. 4

    এই তেলে পেঁয়াজ কুচি কাচা লংকা চিরা দিয়ে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে বেঁটে রাখা সরষে দিয়ে কষিয়ে নিতে হবে তারপর এক চামচ হলুদ গুঁড়া আনদাজ লবণ দিয়ে নারা চারা করে নিতে হবে

  5. 5

    তার পরে আনদাজ মতো জল দিয়ে দিতে হবে তারপর জল জখন একটু ফুটে উঠলে চিংড়ি মাছ গুলো কে ছেরে দিতে হবে । একটা ঢাকা দিয়েদিতে হবে তারপর

  6. 6

    দশ মিনিট পরে ঢাকা খুলে দেক তে হবে জে মাখা মাখা হয়ে ছে কিনা

  7. 7

    হয়ে গেলে কাঁচা লংকা কাচা সরষে তেল দিয়ে নামিয়ে নিতে হবে তারপর গরম গরম পরিবেশন করুন

  8. 8
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
মিনু রায় পূজা

Similar Recipes