সর্ষে চিংড়ি (Sorshe chingri recipe in bengali)

Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

#প্রন

সর্ষে চিংড়ি (Sorshe chingri recipe in bengali)

#প্রন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
4জন
  1. 250 গ্রাম ছোট চিংড়ি মাছ
  2. 1 টেবল চামচসাদা সর্ষে
  3. 1/2 টেবল চামচকালো সর্ষে
  4. 1 চা চামচনুন
  5. 1/2 চা চামচহলুদ
  6. 1/2 চা চামচকালো জিরে
  7. 4টাচেরা কাঁচা লঙ্কা
  8. 1 টেবল চামচকাঁচা লঙ্কা বাটা
  9. পরিমাণ মত সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়ে সামান্য নুন দিয়ে দু মিনিট মেখে রাখতে হবে ।এবার একটা বাটিতে মেখে রাখা মাছ গুলো দিয়ে তারমধ্যে কালোজিরে, হলুদ, সর্ষে বাটা,কাচালঙ্কা বাটা,নুন আর সরষের তেল দিয়ে মেখে নিতে হবে ।

  2. 2

    এবার একটা টিফিন বাটির ভেতরে সামান্য সরষের তেল মাখিয়ে নিয়ে মেখে রাখা মাছ গুলো দিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর কাচা সরষের তেল ছড়িয়ে দিয়ে টিফিন বাটির ঢাকা বন্ধ করে দিতে হবে ।

  3. 3

    এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প করে জল দিয়ে তারমধ্যে টিফিন বাটি বসিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য ।দশ মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে তারপর একটু ঠান্ডা হলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

Similar Recipes