হট অ্যান্ড সাওর ক্যারোট চিকেন (Hot and sour carrot chicken recipe in Bengali)

Mittra Shrabanti
Mittra Shrabanti @Shrabanti_1986
182/4 Dharmotola Road, Howrah,Salkia,711106

#c1
chiilies

হট অ্যান্ড সাওর ক্যারোট চিকেন (Hot and sour carrot chicken recipe in Bengali)

#c1
chiilies

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০-৬০ মিনিট
  1. ৩০০ গ্রাম হাড় ছাড়া চিকেন কিউব
  2. ৩টি মাঝারি আকারের পিয়াঁজ ডুমো করে কাটা
  3. ৫-৬ টাবড়ো কোয়া রসুন কুচি
  4. ১ টিমিডিয়াম গাজর কুচি
  5. ১ইঞ্চি আদা জুলিয়ান কুচি
  6. ১টি ক্যাপ্সিকাম কুচি
  7. ৩-৪ টি কাঁচা লঙ্কা কুচি
  8. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ৩টেবিল চামচ ভিনিগার
  10. ১টেবিল চামচ সোয়া সস
  11. ১টেবিল চামচ টমেটো কেচকাপ
  12. ১ চা চামচ ময়দা
  13. ১চা চামচ সেজুয়ান সস
  14. স্বাদ মতনুন
  15. প্রয়োজন মতো সাদা তেল
  16. ১টি ডিম
  17. ৪টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  18. ১টি ছোটো পাতি লেবুর রস
  19. ১চা চামচ আদা রসুন বাটা

রান্নার নির্দেশ সমূহ

৫০-৬০ মিনিট
  1. 1

    চিকেন টা নুন,গোলমরিচ,ডিম,১ টেবিল চামচ ভিনিগার, আদা রসুন বাটা, কর্ণফ্লাওয়ার, ময়দা দিয়ে মাখিয়ে ১৫ মিনিট রাখলাম। সাদা তেল চিকেন ভেজে তুলে নিলাম।

  2. 2

    ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে পিয়াজ কুচি দিয়ে ভাজলাম, রসুন কুচি ও আদা কুচি দিয়ে একটু নেড়ে গাজর দিলাম ।নাড়াচাড়া করে সব কটি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।নুন,চিনি, গোলমরিচ, চেরা কাঁচা লঙ্কা, ক্যাপ্সিকাম দিলাম।ভিনিগার দিলাম।

  3. 3

    জল দিয়ে ফুটতে দেবো, একটু ফুটলে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে ঢেলে দিলাম গ্রেভি টাইট হলে লেবু রস ছড়িয়ে নামিয়ে একটু ইচ্ছে হলে উপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেওয়া যায়।আমি দিনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mittra Shrabanti
Mittra Shrabanti @Shrabanti_1986
182/4 Dharmotola Road, Howrah,Salkia,711106
আমার ভালোলাগা আর ভালবাসা হলো নতুন নতুন রান্না করা।
আরও পড়ুন

Similar Recipes