মিক্সড ফ্রাইড রাইস ও হট গার্লিক চিকেনের যুগলবন্দী (mix fried rice with hot girlic chicken recipe)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @cook_24935412

#kitchenalbela
আমার পছন্দের রেসিপি

মিক্সড ফ্রাইড রাইস ও হট গার্লিক চিকেনের যুগলবন্দী (mix fried rice with hot girlic chicken recipe)

#kitchenalbela
আমার পছন্দের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2 জন
  1. প্রয়োজন মতসাদা তেল
  2. মিক্সড ফ্রাইড রাইসের উপকরণ
  3. 1.5 কাপবাসমতি চাল
  4. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  5. স্বাদ অনুযায়ীগোলমরিচ গুঁড়ো
  6. প্রয়োজন অনুযায়ীগাজর, বিন্স, ক্যাপ্সিকাম, পেঁয়াজ সরু করে কাটা
  7. 1চা চামচ আদা রসুন বাটা
  8. 1 চা চামচরসুন কুচি
  9. 100 গ্রামবোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে কাটা
  10. 250 গ্রামছোটো চিংড়ি
  11. 2টো ডিম
  12. 1 চা চামচসোয়া সস
  13. 1 চা চামচভিনেগার
  14. হট গার্লিক চিকেনের উপকরণ
  15. 500 গ্রামবোনলেস চিকেন
  16. 1 চা চামচআদা রসুন বাটা
  17. স্বাদ অনুযায়ীগোলমরিচ গুঁড়ো
  18. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  19. 1 চা চামচসোয়া সস
  20. 1 চা চামচ ভিনিগার
  21. 1 চা চামচচিলি গার্লিক সস
  22. 2 চা চামচময়দা
  23. 1 চা চামচকর্নফ্লাওয়ার
  24. প্রয়োজন মতআদা,রসুন, লঙ্কা ছোটো টুকরো করে কাটা
  25. 1টি বড়ো পেঁয়াজ ডুমো করে কাটা
  26. 1টি ছোট পেয়াজে ঝিরিঝিরি করে কাটা
  27. 2টি শুকনো লঙ্কা
  28. 7-8কোয়া রসুন

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর পাত্রে জল দিয়ে নুন একটু সাদা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে বাসমতি চাল টা দিয়ে 80% রান্না করে নিতে হবে এরপর জল ঝরিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

  2. 2

    শুকনো লঙ্কার সব বীজ বের করে হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য তারপর মিক্সিতে রসুন আর লঙ্কা বেটে নিতে হবে

  3. 3

    গার্লিক চিকেনের জন্য চিকেন টি ছোটো টুকরো করে কেটে তাতে নুন গোলমরিচ গুঁড়ো আদা-রসুনবাটা ভিনিগার এবং সয়া সস দিয়ে ভাল করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে এরপর তাতে একটা ডিমের সাদা অংশ এবং ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ডুবোতেলে ভেজে নিতে হবে

  4. 4

    তারপর কডাইয়ে একটু তেল গরম করে আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ টা দিয়ে ভেজে তারমধ্যে শুকনো লঙ্কা ও রসুনের পেস্ট দিয়ে তাতে নুন গোলমরিচ চিনি এবং সয়া সস ও ভিনিগার, চিলি গার্লিক সস টা দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে ভেজে একটু জল ঢেলে চিকেন পিস গুলো দিয়ে একটু ফুটিয়ে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ফুঁটিয়ে নিলে তৈরী।

  5. 5

    অন্যদিকে ফ্রাইড রাইস এর জন্য চিকেন পিস গুলো একটু নুন গোলমরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা ভিনিগার, সয়া সস দিয়ে মাখিয়ে আধঘন্টার জন্য রেখে দিতে হবে এবং চিংড়ি মাছ গুলো একই উপকরণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে

  6. 6

    এরপর করায় তেল দিয়ে চিংড়ি মাছ ও চিকেন গুলো ভেজে তুলে রাখতে হবে

  7. 7

    এরপর ওই তেলেই রসুন কুচি এবং সব সবজি গুলি দিয়ে হালকা ভেজে একসাইডে করে আর এক সাইডে ডিম দিয়ে ভেজে নিতে হবে এরপর নুনা আর গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে ভাতটা দিয়ে দিতে হবে এরপর সয়া সস ভিনিগার সামান্য চিনি দিয়ে ভালো ভাবে সব কিছু মিশিয়ে ভেজে নিতে হবে এবং ভেজে রাখা চিংড়ি মাছ ও চিকেন টা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি মিক্স ফ্রাইড রাইস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @cook_24935412

Similar Recipes